সাধারণভাবে প্রেমচন্দ (১৮৮০-১৯৩৬) আজ ভারতীয় সাহিত্যরসিক মহলে একটি সুপরিচিত নাম। তিনি উর্দু ও হিন্দিতে ১৪টি উপন্যাস এবং প্রায় ৩০০ গল্প রচনা করেছেন। হিন্দির এই প্রথম ও শ্রেষ্ঠ কথা-সাহিত্যিকের সৃষ্টি যেমন অভিনব, তেমনি অভিনব তার বিষয়বস্তু-ভারতীয় কৃষক সমাজের মর্মন্তুদ কাহিনি। তাদের জীবনমন্থনের বিষ পরম উপাদেয় ভঙ্গিতে উপহার দিয়েছেন পাঠক সমাজকে। এরূপ অনন্য মানবদরদী, স্বদেশবৎসল চিত্তের সরস সাহিত্যবৃত্তির প্রতি সাহিত্যরসানুরাগী সমাজের মনে আকর্ষণ জাগা খুবই স্বাভাবিক। এই আকর্ষণ চরিতার্থ করার সহজ উপায় প্রেমচন্দের সাহিত্য পাঠ। অন্তত অনুবাদ পাঠ। ভারতীয় অন্যান্য ভাষার মতোই বাংলাতেও সে প্রয়াস শুরু হয়েছে অনেক দিন। এমনকি হিন্দি এবং বাংলায় তাঁর রচিত কাহিনির চলচ্চিত্রায়নও মানুষের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে পেরেছে। এসব কারণেই প্রেমচন্দ আমাদের কাছে সুপরিচিত আপনজন। কিন্তু শিশুদের কাছে প্রেমচন্দ অপরিচিতই রয়ে গেছেন। যদিও তাঁর রচিত শিশুসাহিত্যের অভাব নেই। তাঁর শিশুসাহিত্যের মধ্যে কুত্তে কী কহানী, জঙ্গল কী কহানিয়াঁ, রামচর্চা ও মন মোদক বিশেষভাবে উল্লেখযোগ্য। তারই পরিণাম বর্তমান গ্রন্থটি- প্রেমচন্দের শিশুতোষ গল্পসংগ্রহ।