বিদেশি একটি সংস্থা বাংলাদেশে লুকিয়ে একের পর এক মানুষ উৎসর্গ করে যাচ্ছে কোনো এক অপবিশ্বাসের নামে। কিছুটা কৌতূহলের বশে এবং কিছুটা নিজেদের তাগিদে তাদের পিছু নেয় কলেজপড়ুয়া আলিফ জামান, ঈয়াসি... See more
TK. 670 TK. 576 You Save TK. 94 (14%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বিদেশি একটি সংস্থা বাংলাদেশে লুকিয়ে একের পর এক মানুষ উৎসর্গ করে যাচ্ছে কোনো এক অপবিশ্বাসের নামে। কিছুটা কৌতূহলের বশে এবং কিছুটা নিজেদের তাগিদে তাদের পিছু নেয় কলেজপড়ুয়া আলিফ জামান, ঈয়াসি ঈনা এবং তাদের শিক্ষক স্যার রিফাত উল্লাহ। একে একে হাড়কাপানো তিনটি কেস উপস্থিত হয় তাদের সামনে সংস্থাটির পিছু নেওয়ার কারণে। এমন তিনটি কেস, যেগুলো সমাধান করতে প্রয়োজন শুধু বুদ্ধিই না, তাৎক্ষনিক সঠিক সিদ্ধান্তের। একটু ভুল মানেই মৃত্যু! পারবে কী তারা সংস্থাটিকে আবিষ্কার করে সংস্থাটির সদস্যদের সনাক্ত করতে? পারবে কী তারা সংস্থাটির পরবর্তী শিকারকে উদ্ধার করতে? পারবে কী তারা এই সংস্থাটির অপকর্ম থামাতে? নাকি কৌতূহলের কাছে হার মেনে এমন এক প্রাচীন ভয়কে উত্থান করবে তারা, যা কোনো মানুষেরই উপলব্ধি করা উচিৎ না!
যা পড়লাম: দ্য রেড ডোর যার লেখা পড়লাম: জুনায়েদ ইসলাম যে ধরনের লেখা পড়লাম: কজমিক হরর, থ্রিলার
“The oldest and strongest emotion of mankind is fear, and the oldest and strongest kind of fear is the fear of the unknown” — H. P. Lovecraft
রিভিউ জাতীয় লেখায় গল্পের রূপরেখা উল্লেখ করা আমার পছন্দ না, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত, আমি সে কাজে প্রচন্ড বাজে। প্রচ্ছদের পেছনে তা অবশ্য লেখা আছে যা দেখে দেখে লিখতে পারতাম, কিন্তু পাভিলিয়ন ৩৩ এ ‘অন্বেষা প্রকাশন’ এর স্টলে গিয়ে বইটি হাতে তুলে নিয়ে তা নিজেই দেখতে পারবেন। তবে সারমর্মের একটা ছবি সংযুক্ত করে দিচ্ছি, যদি এতে কিছু সুবিধা হয়।
বইপোকা হিসেবে এখানে অনেকেই নিশ্চয় SCP Foundation এর সম্পর্কে অবগত। সেই অসংখ্য সৃজনশীল ব্যক্তিদের সম্মিলিত প্রয়াসে সৃষ্ট অলৌকিক ধারণার বাস্তবিক রূপ তুলে ধরা কন্সপাইরেসি থিওরির মতো এক দুনিয়া যা যেকোনো কারো মাথা ঘুরিয়ে দিতে পারে। সেই কাল্পনিক দুনিয়ায় নিজেকে হারানো যাদের পছন্দ, সেই ফাউন্ডেশন ভক্তদের প্রথম পৃষ্ঠাতেই নজর আকর্ষণ করবে বইটি। ফাউন্ডেশনের এক অফিসে হয় গল্পের পূর্বরঙ্গ। দুই পৃষ্ঠায় তাদের তৎপরতায় গল্পের মূল রহস্যের আভাস দিয়ে অতপর প্রথম অধ্যায়ে পরিচয় হয় আমাদের সাধারণ মানুষের মতোই প্রধান চরিত্রদের সাথে। অতিপ্রাকৃতিক এবং রহস্যময় ঘটনা নিয়ে হলেও গল্পটির মূল বিষয় এই সাধারণ কিন্তু অনন্য সব চরিত্রের জীবন নিয়ে, কেমন তাদের নিজ নিজ জগত, কিভাবে সেগুলো গড়ে উঠেছে, এসব নিয়ে। এদিক থেকে লেখক চমৎকারভাবে ফুটে তুলেছেন প্রতিটি বিষয়। কিছু কিছু মুহূর্তের আবেগ অনুভূতিগুলো সরাসরি উল্লেখ না থাকলেও অক্ষরের সীমারেখা পেরিয়ে মনে এসে আঘাত হানতে বাকি রাখে না।
এই চেনা-পরিচিত চরিত্রগুলো যখন ভয়াবহ সত্যের কাঠগড়ায় দাঁড়ায়, তখন এই কাল্পনিক ভয়গুলো বাস্তব মনে হতে থাকে। এক্ষেত্রে আরো সাহায্য করে অতিপ্রাকৃতের সাথে জড়িত অরগানাইজেশনের সব আনুষ্ঠানিকতা, মনে হয় যেন এসবের আসলেই অস্তিত্ব আছে। হরর হিসেবে জাম্পস্কেয়ার বা ভৌতিক কিছু এখানে ব্যবহৃত হয়নি, বরং আরো বিশ্বাসযোগ্য অতিপ্রাকৃতিক ভয়কে কাজে লাগানো হয়েছে এবং সেখানেই কজমিক হরর হিসেবে এর সার্থকতা। এর শেষ অংশে মাথা ঘুরানোর মতো সব ঘটনা আর দৃশ্য আপনাকে ওয়ার্নিং ছাড়াই হারিয়ে ফেলতে পারে।
লেখকের প্রকাশিত প্রথম বই এটা, এবং সে হিসেবে সামান্য কিছু ত্রুটি থাকা অবাস্তব কিছু না। কিছু কিছু স্থানে শব্দচয়ন আরো ভালো হতে পারতো। গল্পের কিছু অংশে চরিত্রদের প্রতিক্রিয়া একটু অতিরিক্ত মনে হয়েছে, যদিও প্রতিক্রিয়াগুলোর পেছনে বেশ ভালো কিছু কারণ রয়েছে যা গল্পের ধারায় ইঙ্গিত করা হয়েছে। ত্রুটিহীনতা আশা করে না পড়াটাই শ্রেয়।
বইটির গল্প আপাতদৃষ্টিতে সম্পূর্ণ মনে হলেও “Easter Eggs and Throwbacks” এর তালিকার পরে থাকা Postscript পড়লে বোঝা যায় ঘটনা কেবল শুরু হতে চলেছে। লেখকের সাথে অনলাইনে আলাপের মধ্য দিয়ে জেনেছি ‘দ্য ফ্যান্টম সাগা’ নামক এক সিরিজের প্রথম অংশ এটি। সিরিজটি যেন চালিয়ে যেতে পারেন, সেই শুভকামনা রইল। পরবর্তী বইয়ের জন্য অপেক্ষায় থাকব।
Read More
Was this review helpful to you?
By Syed Jafar Iqbal,
25 Feb 2020
Verified Purchase
দ্য রেড ডোর বইটি আমি কি ভেবে কিনেছিলাম এখন মনে নেই। তবে যতটূকু মনে আছে, ৩৫% ডিস্কাউন্ট চলছিল রকমারিতে আর হরর টাইপের কিছু পড়ার ইচ্ছে ছিল, সে জন্যেই বোধহয় চোখ বন্ধ করে নিয়ে নেই। বইটি গত রাতে আমি পড়ে শেষ করেছি এবং শুধু একটি কথা বলতে চাই, এই লেখক গল্প তৈরিতে দক্ষ। এই বইয়ে নেই কোন অপ্রয়োজনীয় চরিত্র, নেই কোন অপ্রয়োজনীয় ব্যাখা। একবার পড়া শুধু করলে বইটি আপনাকে আগলে নিবে এবং সহজ ভাষায় বোধগম্য উপন্যাস পড়ার আনন্দ এই বইটি পড়লেই বুঝতে পারবেন। এখন আসি মূল গল্পে। বইটিকে হরর থ্রিলার বলে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু ব্যাক্তিগত ভাবে এটাকে কোন জনরায় ফেলবো আমি এখনোও বুঝে উঠতে পারি নি। বইটি সাধারন বাংলা গল্প না, সেটা অস্বীকার করবো না। স্টিফেন কিং ভাব পাচ্ছিলাম কিছু যায়গায়, নয়তো মনে হচ্ছিল সদ্য ড্যান ব্রাউন পড়ছি। কিন্তু মূল কাহিনীর মঞ্চ হচ্ছে বাংলাদেশে, এক জেলা থেকে আরেক জেলায়। এসসিপি ফাউন্ডেশন নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানকে ঘিরে গল্পটা এবং শুধু সেই ফাউন্ডেশনকে ব্যবহার করে লেখক গল্প চালিয়ে দিতে পারতেন, কিন্তু তা করেননি। মোটা এই বইটিতে লেখক অতিপ্রাকৃতিক অঙ্গের সাথে উপহার দিয়েছেন হাতে গনা কিছু মনে রাখার মত চরিত্র, একটি অসাধারন আবেগময় ভালোবাসার গল্প, মানসিক সংগ্রামের প্রকৃত চিত্রনাট্য, যৌনতা নিয়ে শালীন কিন্তু উত্তেজনামূলক কিছু দৃশ্যাবলী, আর সেই ৯০ দশকের ক্লাসিক হরর- যার জন্ম কিছুটা সায়েন্স আর কিছুটা কালো যাদু দ্বারা! এক কথায় বলতে পারি কালো যাদুর অপরূপ ব্যবহার করা হয়েছে এই বইয়ে এবং এই অভিজ্ঞতাটি মিস করা আমি এখন কল্পনাই করতে পারছি না। বইটিতে সময় এবং তারিখ নিয়ে ক্রুটি আছে কিছু। হিসেব মেলাতে পারছিলাম না কিছু যায়গায়। কিন্তু সেগুলো বাদ দিয়ে দিয়েছি আমি হিসেব থেকে অসাধারন কাহিনী পড়ে শেষের দিকে। কারন কাহিনী এতটাই আকর্ষনীয় ছিল। বইটি এতটা ভালো লাগবে জানলে মেলায় যেতাম। আগামী বছর যদি মেলায় লেখকের বই বের হয়, তাহলে অবশ্যই দেখা করবো লেখকের সাথে। এরকম কিছুর আশায় ছিলাম অনেক দিন ধরে।
Read More
Was this review helpful to you?
By Jannatul Ferdous,
21 Feb 2020
Verified Purchase
বইটি ভিন্নধরনের। যতটা হরর ভেবেছিলাম সেরকম হরর নেই তবে বইয়ের মূল কাহিনী অসাধারন এবং যতটাই লেখকের লেখা পড়েছি ততটাই মুগ্ধ হয়েছি। বইটি অনেক আবেগপ্রবণ এবং কিছু সময় নিজেকে হারিয়ে ফেলতে পারেন কাহিনীর অন্তরালে। বইটি ত্রুটিমূক্ত না। বইটিতে অনেক এডাল্ট কন্টেন্ট আছে এবং কিছু সময় মনে হয়েছিল পর্নগ্রাফির কাছাকাছি। শুধু তাই না, বইটিতে কিছু ট্যাবু বিষয় আছে (incest সম্পর্ক, যদিও রুচিশীল ভাষায় লেখা)-যেটা কতটুকু গ্রহনযোগ্য আমি জানি না। তাই যদি পড়েন সেদিকটা বিবেচনা করে পড়বেন। যদি সেক্সুয়াল কন্টেন্ট আপনার কাছে সমস্যা না হয় তাহলে বলব এই বইটি মৌলিক বই হিসেবে অনেক ভালো। থ্রিলার হিসেবে স্বার্থক বইটি এবং কেউ যদি থ্রিলার পড়তে চান চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। আর বইটিতে যে একদম হরর নেই তা না, শেষের কয়েকটি ইভেন্ট পড়লে রাতের ঘুম হারাম হবে ঠিকই। অনেকদিন পরে এরকম লেখা পড়ে আনন্দ পেলাম। লেখককে ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা আগামীতে লেখা চালিয়ে যাওয়ার জন্য।
Read More
Was this review helpful to you?
By Injamamul Haque joy ,
26 Nov 2020
Verified Purchase
পড়ে মনে হয়নি এটা যে লেখকের প্রথম বই। ওয়াও টেলিংস্টাইল, চরিত্রায়ন, ফিনিশিং- সব মিলিয়ে দারুণ। শেষ কয়েকটা অধ্যায় রুদ্ধশ্বাসে পড়েছি। প্লটটা ভালো হলেও, এটাকে লাভক্রফটিয়ান হরর হিসাবে পুরোপুরি সফল বলা যাবে না। সাইকোলজিক্যাল হরর থ্রিলারে বেশ সফল বলা যেতে পারে। অযথা এডাল্ট সিন ক্রিয়েট করাটা ভালো লাগে নি। সংলাপ গুলো আরোও উন্নত করতে পারত। অল অফ দেম, একটা ভালো বই। রেটিং: ৪/৫
Read More
Was this review helpful to you?
By মোঃ সায়মুম আব্দুল্লাহ,
28 Feb 2020
Verified Purchase
লেখকের উচিৎ হরর বাদ দিয়ে রোমান্টিক বই লেখা। এত সুন্দর রোমান্স মনে হয় আগে পড়িনি।