বইয়ের ফ্ল্যাপ নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপকভাবে নির্যাতন শুরু করে। হত্যা, ধর্ষণ, শারীরিক নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটতরাজসহ এদেশের মানুষের ওপর তারা সব ধরনের নির্যাতন করে। হত্যা বা ধর্ষণ নিয়ে অধিক আলোচনা হয়। কিন্তু জাতীয় জীবনে সব ধরনের নির্যাতনের প্রভাব লক্ষ করা যায়। পাকিস্তান আর্মির উদ্দেশ্য ছিল নির্যাতনের মাধ্যমে একটি জনগোষ্ঠীকে দাবিয়ে রাখা। অতএব এ নির্যাতন উদ্দেশ্যমূলকভাবেই ছিল বহুমাত্রিক। এর ফলে নির্যাতিত জনগোষ্ঠীর জীবন, সমাজ, অর্থনীতি, পরিবারসহ সকল পরিসরে আঘাত পড়ে। সমাজের সব অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই সামগ্রিকতার চিত্রটি ১৯৭১ গণনির্যাতন-গণহত্যা কাঠামো, বিবরণ ও পরিসর গ্রন্থে উপস্থিত করার চেষ্টা করা হয়েছে। নির্যাতনের শিকার বিভিন্ন শ্রেণিগোষ্ঠীর মানুষের প্রতিনিধিত্বমূলক বয়ান এখানে স্থান পেয়েছে। লক্ষণীয় এই নির্যাতন করেও পাকিস্তান বাংলাদেশকে দখল করে রাখতে পারেনি।
ব্যাক কভার নিজের দেশ রক্ষার চেষ্টায় ১৯৭১ সালে পাকিস্তানিদের নির্যাতন ছিল বহুমাত্রিক। পাকিস্তান আর্মির উদ্দেশ্য ছিল নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা। এ প্রচেষ্টা সম্ভব হয়নি। শত নির্যাতন সহ্য করেও এদেশের মানুষ দেশকে স্বাধীন করেছে। সেদিক থেকে নির্যাতন যেমন নিষ্ঠুরতার বিবরণ, ঠিক তেমনিভাবে সেই ভয়াবহ পরিস্থিতিতে উত্তীর্ণ হয়ে বিজয় অর্জনও স্বাধীনতা আকাক্সক্ষার একটি ঐতিহাসিক উদাহরণ।
আফসান চৌধুরী চার দশকের অধিক সময় ধরে। 'একাত্তরের ইতিহাস নিয়ে কাজ করছেন। তিনি হাসান হাফিজুর রহমানের অধীনে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র' প্রকল্পের একজন গবেষক ছিলেন। স্বাধীনতাযুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত চার খণ্ডের। ‘বাংলাদেশ একাত্তর’ (২০০৭) বইগুলাের সম্পাদক ও সহ-রচয়িতা ছিলেন। তিনি ১৯৭১ সালের সাক্ষাঙ্কার সংগ্রহ' (২০১৮) এবং গ্রামের জনগােষ্ঠীর একাত্তরের অভিজ্ঞতার ওপর গ্রামের একাত্তর' (২০১৯) বই দুইটি সম্পাদনা করেন ২০২০ সালে তিনি হিন্দু জনগােষ্ঠীর একাত্তর’ এবং ১৯৭১ গণনির্যাতন-গণহত্যা কাঠামাে, বিবরণ ও পরিসর’ গ্রন্থ দুইটি সম্পাদনা করেন। ১৯৭১ নিয়ে আফসান চৌধুরী বিবিসির জন্য ৫টি রেডিও ডকুমেন্টারি এবং তাহাদের যুদ্ধ' (২০০১) ও গ্রামের মুক্তিযােদ্ধা' (২০১৯) নামে দুইটি ভিডিও ডকুমেন্টারি ' নির্মাণ করেছেন। ২০২০ সালে তিনি একাত্তরের নারীযােদ্ধা’সহ তিনটি ডকুমেন্টারি নির্মাণ করেছেন ' একই বছরে তার লেখা ‘বাংলাদেশ ও শেখ মুজিব। '(১৯৩৭-১৯৭১)' গ্রন্থটি প্রকাশ পায়। ২০২১ সালে প্রকাশের জন্য তিনি মুজিবনগর : কাঠামাে, কার্যবিবরণ ও অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্র তুলে ধরতে ‘একাত্তরপিডিয়া’ এবং নারীর একাত্তর’ গ্রন্থ তিনটি সম্পাদনা করছেন। সাংবাদিকতা ও গবেষণার পাশাপাশি তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।