ফ্ল্যাপে লিখা কথা কবি, ঔপিন্যাসিক, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক হান্স মাগ্নুস এন্ৎসেন্সবার্গারের জন্ম বাভারিয়ার, ১৯২৯, এর্লানগেন্, ফ্রাইবুর্গ, হামবুর্গ ও সরবোন ও বিশ্ববিদ্যালয়ে ভাষা সাহিত্যে ও দর্শন পড়তে যাবার আগে মার্কিন দখলদারি সেনাবাহিণীর শুঁড়িখানার দোভাষী ও পরিচারকের কাজ করতেন। তাঁর ডক্টরেট গবেষণার বিষয় ছিল রোমান্টিক কবি ব্রেন্টানো। স্টুটগার্টে কিছুদিন বেতার প্রযোজকের কাজ করার পর নরোয়ে ও ইতালিতে অসংশ্লিষ্ট সংবাদদাতা হিসেবে কাজ করেছিলেন। ভিয়েৎনামে মার্কিন নৃশংসতার প্রতিবাদে যে-খোলা চিঠি লিখে তিনি মারকিন মুলুকে পড়াবার চাকরিতে ইস্তফা দিয়েছিলেন তা বেরিয়েছিল নিউইয়র্ক রিভিউ অভ বুকস-এ, ১৯৬৮ সালে। রাজনীতি, সমাজতত্ত্বও শিল্পসংস্কৃতি বিষয়ক পত্রিকা কুর্স্বুখ-এর সম্পাদক ছিলেন অনেককাল। তাঁর সঙ্কলিত বিশ্বকবিতার সংগ্রহ কবিতার জাদুঘর(১৯৬০) একটি স্মরণীয় ও উদ্দীপক বই। ইওরোপ, এশিয়া ও দুই আমেকিার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন-তাঁর কুবা ভ্রমণের বিবরণের জন্য হাভানা তদন্ত (১৯৭৩) দ্রষ্টব্য। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য বই: চৈতন্যের কারখানা (১৯৭৩), রাজনীতি ও দুস্ত্রিয়া (১৯৭৪) ও সমাধিসৌধ বা জমকালো শবাগার (১৯৭৫) এনৎসেন্বার্গার প্রথম আবির্ভাবেই গ্রুপ্পে 47 পুরুস্কার পেয়েছিলেন। পামেলা ম্যাকালাম ক্যানাডার ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়ান। টরোন্টো বিশ্ববিদ্যালয়ে সাহিত্য দর্শন ও সমাজতত্ত্ব প’ড়ে অক্সফোর্ডে রেমন্ড উইলিয়ামসের সঙ্গে গবেষণা ক’রে ডক্টরেট পান : তাঁর গবেষণার বিষয় ছিল এজরা পাউন্ড ও টি এস এলিয়টের কাব্যরীতি। সূচিপত্র *এন্ৎসেন্সবার্গারের কবিতা : পামেলা ম্যাকলাম *ফেনা *lachesis lapponica *মিডলক্লাস ব্লুজ *বেসাতি যন্ত্র *এক দোকানের নিজস্ব গোয়েন্দার ছবি এক শান্তিপ্রিয় মানুষের কবরের জন্য *দাইয়েরা *ঘমুন্ত তালাওয়ালা *তাবৎ টেলিফোন গ্রাহকদের উদ্দেশে *কোনো অকিঞ্চনের উদ্দেশে ওড্ *আত্মচরিত *শেষ বসিয়ৎনামা আর ইশ্বর সহায় *বিশ্ববিদ্যালয়ের এক পাঠ্যপুস্তকের জন্য *সচ্ছল সমাজের জন্য এক কবিতা *খাদ্যতালিকা ঐতিহাসিক প্রক্রিয়া *তীর *ভেসে-যাওয়া-১ *এক বিচ্ছেদ *কাননেশনের এক প্রান্তর *আনন্দ *ভ্রাতৃত্বের সরাই *অন্যজন *সুদূর বাড়ি *প্যাঁচাদের অবসান *সেলারির সম্মানে *ভেড়ার পালের অভিযোগের উত্তরে নেকড়েদের তরফে জবাব *যারা জানে তাদের জন্য গান *পাপমোচনের স্থান *ম্যানহাটার আইল্যান্ড *ভবিষ্যৎ সম্বন্ধে কবিতা *Man spricht deutsch *গ্রীষ্মের কবিতা *অন্তরাত্মা *জরুরি অবস্তার সংবিধান *কামেরা ওব্স্কুরা *ছায়াঅঞ্চল * অভ্যাসের শক্তি *কার্ল হাইনরিখ্ মার্ক্স
কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম সিলেটে, ২৫ এপ্রিল ১৯৩৮। কলকাতার প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ক্যানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয় ও পোল্যান্ডের ভাশভি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য, ভারতীয় নন্দনতত্ত্ব, ললিতকলার ইতিহাস- নানা বিষয়ে অধ্যয়ন করার পর এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক- তাঁর প্রথম অধ্যাপনার কাজ ছিল মায়ানমারের ইয়াঙ্গনে, তখন অবশ্য তাকে ব্রহ্মদেশ বলেই আমরা জানতাম। শিশুসাহিত্যে তাঁর বিশেষ অবদানের জন্য মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় খগেন্দ্রনাথ মিত্র স্মৃতিপুরস্কার ও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কার পেযেছেন, আর অনুবাদে তাঁর কৃতিত্বের জন্য ভারতীয় সাহিত্য একাদেমি তাঁকে অনুবাদ পুরস্কার-এ ভূষিত করেছিল। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতার অনুবাদ সবসময়েই এই কারণে উল্লেখযোগ্য যে, তার যতোটা বিশ্বস্ত হবার চেষ্টা, ততোটাই কবিতা হবারও-যাতে কবিতা হিসেবেই তারা নিজের পায়ে বাংলা ভাষায় দাঁড়ায়। তাঁর একেবারে হালের অনুবাদ গুলোর মধ্যে মাঝ রাস্তায়: কার্লোস ড্রুমন্ড ডি অন্ডরাডির কবিতা (২০০১) ও ভিসওয়াভা শিম্বোর্সকা-র কবিতা (২০০২) সেইজন্যই বিশেষভাবে উল্লেখযোগ্য।