সৃজন আর মনন : এই দুইয়ের মাঝখানে একটা পার্থক্যরেখা টানবার প্রবণতা বাংলায় চালু বহুদিন ধরে। লেখকদের মধ্যে যারা আখ্যান-গল্প-কাব্য করেন তারা সৃজনশীল, আর প্রবন্ধ-নিবন্ধ-গবেষণা যারা করেন তারা মননশীল : এমন একটা আজগুবি বিভাজন দেগে লেখাকাজের পরিচয়গত সুবিধা আদৌ কতটা পাওয়া যায়, কেউ বলতে পারে না। আদ্যিকালের এই বিভাজনবেড়াগুলো দুনিয়াজুড়ে এমনকি বাংলা ভাষাতেও ভাঙছে এবং ভাঙনের নগদ সুফলও ফলছে। কাব্য, আখ্যান ও অন্যান্য সমস্ত প্রকরণের মধ্যে ঘটছে অবাধে লেনদেন; গড়ে উঠছে আদানপ্রদানের ভিত্তিতে একেকটা আনকোরা প্রকাশভঙ্গি, শিল্পের ফর্ম ও কন্টেন্ট উভয়েই ঋদ্ধ হচ্ছে এই বিনিময়ধর্মী বীক্ষণ-লিখনের সুবাদে। এমন প্রকারভেদলুপ্ত প্রকাশভাষার নমুনা চাক্ষুষ করা যাবে এই বইটায়, যেখানে একজন লব্ধপ্রতিষ্ঠ কথাসাহিত্যিকের কাল্পনিক ও মাননিক অভিজ্ঞতাভুবনের ছবিটা হাজির একদম আটপৌরে অথচ অবিসংবাদিত উপায়ে। এর নাতিদীর্ঘ কথাবস্তুগুলো পর্যবেক্ষণ ও প্রজ্ঞায় আলোকোজ্জ্বল, অন্তরঙ্গ ও অনাবিল সুষমাসাবলীল। বনের পাশ ঘেঁষে বেড়ানোর বৈকালিক নির্ভার একটা ধ্যানমর্মর ও সুনন্দা আবহ রচনাগুলোর গায়ে লেপ্টে আছে যা পাঠকালে রেখাঙ্কিত করে তুলবে পাঠকেরও আত্মজীবন।