দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে একবিংশ শতকের প্রথম দশক পর্যন্ত প্রায় সত্তর বছর সময়কাল জুড়ে বাংলাদেশের মাটি ও মানুষের মধ্যে ভূ-রাজনৈতিক অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় যেসকল নিরন্তর পরিবর্তন ও পাল্টে যাবার প্রেক্ষিত দৃশ্যমান বা অদৃশ্যমান বা বিরাজমান, তারই প্রেক্ষাপট এই উপন্যাসের পটভূমি। সত্তর বছর বয়সী একজন বিধবা বঙ্গমাতা এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। তাঁর হারিয়ে যাওয়া ছেলের ফেলে যাওয়া কয়েকটি ডায়েরির পাতায় পাতায় ইতিহাসের অনেক বিতর্কিত ঐতিহাসিক ঘটনার মুখােমুখি হন এই মা। স্মৃতিকাতর এই মায়ের অনেক স্মৃতি-বিস্মৃতি, সুখ-দুঃখ, হাসি-কান্না, পরিবেশ-প্রতিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বাংলার দুর্ভিক্ষ, হিন্দু-মুসলিম দাঙ্গা, দেশভাগ, ভাষা-আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, ১৫ আগস্টের রক্তাক্ত অভ্যুত্থান, রাজনৈতিক পটপরিবর্তনসহ অসংখ্য বিচ্ছিন্ন ঘটনা পরম্পরা এই উপন্যাসের উপজীব্য বিষয়। পাল্টে যাওয়া ইতিহাস-ভূগােলরাজনীতি-অর্থনীতির পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের থাবায় পাঠক হয়তাে এই উপন্যাসে নতুন চিন্তার যােগসূত্র আবিস্কার করবেন। প্রচলিত উপন্যাসের সীমাবদ্ধতার বাইরে পাঠককে এই উপন্যাস নতুন-নতুন বিষয়-আশয়, আঙ্গিক ও প্যাটার্ন এবং বদলে যাওয়া সময়ের মুখােমুখি দাঁড় করাবে। ইতিহাসের ঘটনা পরম্পরাকে নিজের মত বিশ্লেষণ করতে উদ্বুদ্ধ করবে।