পাঁচ বছর আগে বয়স ত্রিশ উত্তীর্ণ করে আসা একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিতুবান পুরুষ জুবায়ের। বিশ্বময় ছড়িয়ে পরা ব্যক্তিত্বহীন তারুণ্য, অর্থের জন্য নির্লজ্জ ধাক্কাধাক্কির অনৈতিক জীবন, করপােরেট দুনিয়ার লালনীল আহবানের মধ্যেও নিজের বংশজাত ভালােমানসিকতা টিকিয়ে রেখেছেন বেকারত্বের অকথ্য উপহাসকে নিত্য আলিঙ্গন করে এক অবিচল ধৈর্য নিয়ে। কিন্তু একটা চাকরি যে সত্যিই জরুরি সেই সাথে বিয়েটাও; অন্তত প্রজন্ম রক্ষার জন্য হলেও। দেরিতে হলেও মনের মত স্বাধীন পেশার একটা চাকরি তার হলাে, কাকতালীর একটা ভালাে মনের অপ্রত্যাশিত সুন্দরী মেয়েও তার জীবনে আশীর্বাদ হয়ে এলাে; কিন্তু সেটা কেবলই মােবাইল কথােপকথনে। শুরু হলাে ভালােবাসার এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। বারবার দেখা করার চমৎকার সব প্রস্তুতি নিয়েও অলৌকিকভাবে দেখা না হওয়ার ব্যাপারটা তাকে প্রবলভাবে হতাশ করে এবং সে এটাকে তার বিরুদ্ধে নিয়তির চালবাজি ছাড়া আর কিছুই মনে করে না। পাওয়া না পাওয়ার আশংকা তার প্রেম-ভালােবাসার আত্মােপলব্ধি, সহজাত দর্শন এবং তার দৃঢ় ব্যক্তিত্ববােধকে নতজানু করে তােলে। লাবণ্য যখন অন্যের বাগদত্তা তখন জুবায়েরের সাথে তার দেখা হয় এবং দুজনের ভালােবাসাকে একবৃন্তে প্রস্ফুটিত করার মত সম্ভাবনা দেখা দেয়। কিন্তু সেটা কীভাবে ? কী সেই বিড়ম্বিত ভালােবাসার ধারাবাহিক সমাপ্তি? সেটাই জানব একজন সৎ, আদশর্বান, নির্লোভ ব্যক্তিত্ববান পুরুষ জুবায়েরের মধ্য দিয়ে।