আমার আমি আরেফা বিল্লাহ, ইমামুত ত্বরীকৃত শায়খ বোরহানুদ্দীন (রা.) এর বড় মেয়ে । জান্নাতুল বাক্বী নিবাসী মহান আশিকে রাসূল শায়খ মানসূর আহমাদ রিফায়ী সহোদর-বড়ভাই। জান্নাতবাসি স্বামী-উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত সচিব, প্রধান প্রকৌশলী আলহাজ্জ সুলেমান খান । সাহিত্য, লেখালেখির প্রতি প্রবল আকর্ষণ মূলত পারিবারিক ঐতিহ্য থেকেই । ইমামুত ত্বরীকৃত (রা.)-এর বংশধারার অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবেই লেখালেখির সাঙ্গে সম্পৃক্ত। ইমামুত ত্বরীকৃত (রা.) স্বয়ং একাধিক গ্রন্থের লেখক, কাসিদা রচয়ক। শায়খ মানযুর আহমাদ রেফায়ী (রা.)-এর নবীপ্রেমের অমর কৃাসীদা-কাব্য-গীতি আজো। নবীপ্রেমিকদের কাছে অমূল্য সম্পদ । তাদেরই সান্নিধ্যধন্য আরেফা বিল্লাহ সাহিত্যাকাশে ইতোমধ্যে শুরু করেছেন তার পদাত্রা। প্রকাশিত হয়েছে কবিতা- শিশুতোষ সাহিত্য, পবিত্র কোরআন শরিফের আমপারার কাব্যানুবাদসহ বেশ কয়েকটি গ্রন্থ । আল্লাহ-রাসূল, প্রকৃতি আর ফুল প্রেমিক, ভ্রমণবিলাসী, স্রষ্টার সৌন্দর্যের সৃষ্টি-অপরূপ প্রকৃতির অনুপম সুধা অবলোকন, আহরণে উন্মুখ- সফর করেছেন ইউরোপ, আমেরিকা, আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশ । নবীপ্রেমে উনাতাল হয়েও প্রভুর দরবারে হাজিরি দিতে ছুটে গিয়েছেন বারংবার পুণ্যভূমি মক্কা মুকাররমা ও মাদীনা মুনাওওয়ারায়! বাংলাদেশ-আমেরিকার দ্বৈত নাগরিক, সংসার দপ্তর থেকে অবসরপ্রাপ্ত কর্মী প্রবাস জীবনে ২০১০ এ রচিত প্রথম বই ‘ভালোবাসার রংধনু', ইংরেজি কবিতার বই 'NIRVANA' সাহিত্যচর্চায় দিয়েছে অনন্য মাত্রা । তার পরে ও আরো কয়েকটি বই প্রকাশিত হয়েছে পরম করুণাময়ের অশেষ কৃপায়! ভালোবাসার সামাদান প্রতীক ‘মনের মুকুরে প্রিয় পাঠককুলের তরে করছি উপস্থাপন । সাদর গ্রহণযোগ্যতাই কাম্য- সার্থকতা । ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে মার্জনীয়। মহান আল্লাহ সবায় গ্রহণ করুন! আমিন।