নিবিড় শব্দবয়নের মধ্যে যে আখ্যান গড়ে ওঠে নাচে ও নির্মাণে, সেই নির্মাণই গল্প। গল্পকার সাহানা খানম শিমু নিজস্ত মনস্কিতায় অনেক বছর ধরে গল্প লিখছেন। অভিজ্ঞতার পাঠ যাত্রায় তিনি মানব কাঠামোর বাইরের এবং অর্ন্তজগতের কদর্য রূপ রূপায়নে মত্ত থাকেন। ফলে শিমুর গল্পের জগতে খেলা করে রিরিংসা, মানুষের মুখোশে দানবের দাঁতাল দাঁতের আগ্রাসন আর নিভে যাওয়া আলোয় জ্বলে ওঠা বিতৃষ্ণা সমগ্র। মৃন্ময়ী গল্পগ্রন্থের গল্পগুলোয় তিনি নির্মম কিন্তু বাস্তব ঘটনার চালচিত্র এঁকেছেন পরম মমতায়। স্বামী স্ত্রীর সর্ম্পক কতোটা গভীর গোপন এবং নিবিড়, জগতের সকল স্বামী স্ত্রী তা জানেন। কিন্তু সাহানা খানম শিমুর ‘মৃন্ময়ী’ গল্পের আখ্যানে গোটা চিত্রটাই আগুনের টংকারে ঝলসে যায়। মনে হয়, গোটা সংসার জীবনটাই মরচে পড়া লোহা। যন্ত্রণা আর অবিশ্বাসের কারখানা। একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তানী সৈন্যদের কামুক আগ্রাসনে যেসব মহিয়সী নারী অসহ্য নির্যাতনের শিকার হয়েছিলেন, সেইসব যন্ত্রণাকাতর নারীর পরিচয় কি ছিল? কার পরিচয় ধারণ করে মায়েরা বোনেরা বেঁচেছিলেন, কেউ প্রশ্ন করেছেন কখনো? প্রশ্ন না করে থাকলেও গল্পকার সাহানা খানম শিমু নিজস্ব চৈতন্যে আর ইতিহাসের মহাসড়ক থেকে সেই পরিচয় তুলে ধরেছেন, ‘পিতা তোমাকে সালাম’ গল্পে। শত ভাঙ্গনের কূলেও, আমাদের রক্তমাখা অন্তর জেগে ওঠে পুনর্বার, যখন আমরা পাই - ধর্ষিতা মেয়ের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও - শেখ মুজিবুর রহমান। আর ঠিকানা লেখ ধানমণ্ডি বত্রিশ...। মুহূর্তে জনকের জীবনের সকল আয়োজন ছড়িয়ে পড়ে ছাপান্ন হাজার বর্গমাইলের সীমানা ছাড়িয়ে সুদূরের পানে। অসাধারণ গল্প লিখেছেন জনককে কেন্দ্র করে গল্পকার। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুরা যখন কুৎসিত, কদর্য দানবীয় লালসার করাতে এফোর ওফোর হয়। সেই লালসার প্রতিরূপে শিশু যখন মারা যায়, গর্জে ওঠে মা বাবা। কিন্তু চেয়ারম্যান, থানার পুলিশ কিভাবে আইনের গোল চত্ত্বরে বসে দোল খেতে খেতে আমাদের সকল মানবিক মানচিত্র পুড়িয়ে দেয়... সকল শুভবোধ পুড়িয়ে দেয়। ক্ষমতার ঝুলবারান্দায় ঝুলে ঝুলে তারই বীভৎসতা নিজেদের জন্য উপভোগ্য করে তোলে। কঠিন নির্মম সেই বাস্তবতা, অন্ধকারের সেই গোপন উল্লাস সকলই নিপুণভাবে উপস্থাপন করেছেন মেধাবী তীক্ষ্ম এবং শাণিত গল্পকার সাহানা খানম শিমু। প্রত্যেকটি গল্প বাধ্য করে পিছনে ফিরে তাকাতে, হায় আমি কী আমাকে ফেলে গেলাম? সাহানা খানম শিমু বাংলা ছোটগল্পের অন্যতম কুশলী গল্পকার। - কথাশিল্পী মনি হায়দার