এই বইয়ে আমরা নবিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মহানুভবতার প্রশংসনীয় ও অকৃত্রিম একটি দিক তুলে ধরব। আলোচনা করব বিভিন্ন মানবীয় দুর্বলতার সাথে নবিজির আচরণ-মাধুর্য নিয়ে। আমরা দেখতে পাব, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতিটি কথায় ও কাজে দুর্বলদের প্রতি অসীম দয়া ও অনুগ্রত ফুটে উঠছে। নবি-জীবনের এমন কোনো ক্ষেত্র নেই, যাতে দয়া ও ভালোবাসা ছড়িয়ে নেই। ভর্ৎসনা ও তিরস্কারে, শাস্তি প্রদানে; এমনকি যুদ্ধের মতো মুহূর্তেও আমরা দেখব দয়ার অনুপম দৃষ্টান্ত। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পুরো জীবনে এর কোনো ব্যত্যয় ঘটেনি। এ এমন সর্বজন-স্বীকৃত বিষয়, যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দুর্বলদের সাথে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দয়ার্দ্র আচরণের সুন্দর এই চিত্রগুলো পাঠ করার সময় আমাদের মনে রাখতে হবে, এই চিত্রগুলো আঁকা হয়েছিল এমন সময়ে, যখন দুর্বলদের অধিকারের প্রতি কোনো ভ্রুক্ষেপ করা হতো না। সে সময়রে অহংকরী লোকেরা কারও কোনো দুর্বলতা দেখলে, তার উপর আরও বেশি অত্যাচার করত। যদি আমরা এই প্রেক্ষাপট মনে রাখি, তাহলে বুঝতে পারব, এই বইয়ে আমরা এমন একজন নবি সম্পর্কে পাঠ করছি, যিনি সত্যিই সমগ্র বিশ্বের নেতা হওয়ার যোগ্য।
Dr. Rageb Sarjani জন্ম: ১৯৬৪ঈ. আল মুহাল্লা কুবরা, মিশর। ড. রাগেব সারজানী মিশরের বিশিষ্ট ইসলামপ্রচারক, ইতিহাসবিদ ও একজন আধুনিক আরবলেখক। পেশায় মূলত তিনি একজন ডাক্তার। তবে ডাক্তারি পেশার পাশাপাশি ইসলামী ইতিহাসের গভীর গবেষণা বর্তমান পৃথিবীতে তাকে একজন বিশিষ্ট ইসলামী ইতিহাসবিদ হিসেবে পরিচিত করেছে। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। ইসলামের প্রতি আস্থা ও ভালোবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদ ও শ্রদ্ধা-তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে-সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এই স্বপ্ন ছবি হয়ে উড়ে বেড়ায় তার রচনার ছত্ৰে ছত্ৰে | শিক্ষা তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে ইউরোসার্জারি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ১৯৯২ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ খ্রিস্টাব্দে পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। কর্মক্ষেত্র অধ্যাপক : মেডিসিন অনুষদ, কায়রো বিশ্ববিদ্যালয়,সদস্য : ইন্টারন্যাশনাল মুসলিম উলামা পরিষদ,সদস্য : মানবাধিকার শরীয়া বোর্ড, মিশর,সদস্য : আমেরিকান ট্রাস্ট সোসাইটি ,প্রধান : ইতিহাস বিভাগ, ইদারাতুল মারকাযিল হাজারা, মিশর রচনাবলি ইতিহাস ও ইসলামী গবেষণা বিষয়ে এ পর্যন্ত তার ৫৬টি মূল্যবান গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য— কিসসাতুত তাতার (তাতারীদের ইতিহাস),কিসসাতু উন্দুলুস (স্পেনের ইতিহাস),কিসসাতু তিউনুস (তিউনেসিয়ার ইতিহাস) আর রহমা ফি হায়াতির রসূল মা'আন নাবনী খায়রা উন্মাতিন প্রভৃতি।