এটি পি-এইচ.ডি অভিসন্দর্ভের গ্রন্থরূপে প্রকাশ, যা রচনা করে আহসান সাইয়েদ পি-এই.ডি ডিগ্রি অর্জন করেন। তবে শুধু ডিগ্রি অর্জন এ গবেষণার মূল উদ্দেশ্য ছিলনা বরং বাংলাদেশ নামক এ ভূ-খণ্ডে প্রাচীনকালে ইসলামের আবির্ভাবের পর থেকে অদ্যাবধি হাদীছ শিক্ষায় যাঁরা বিভিন্নভাবে অবদান রেখেছেন সেই পুণ্যবান আলিমদের জীবন ও কর্ম এবং অধুনালুপ্ত ও চলমান আলিয়া ও ওমী মাদরাসার অবদান ইতিহাস আকারের লিপিবদ্ধ করাও ছিল গবেষকের মহান উদ্দেশ্য। তাই জেলা থেকে জেলায়, গ্রাম থেকে গ্রামে, মাদরাসা থেকে মাদরাসায় এবং বাড়ী থেকে বাড়ীতে ঘুরে মহাদ্দিছদের আত্মীয় স্বজন, ছাত্র, বন্ধুবান্ধব ও অনুসারীদের সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই পূর্বক সম্পন্ন হয়েছে এ গবেষণাকর্ম। দেশে এ যাবৎ প্রকাশিত বইয়ের মধ্যে মুহাদ্দিছ, মাদরাসা এবং হাদীছ বিষয়ক গ্রন্থ ও গ্রন্থকার সম্পর্কিত এটিই একমাত্র পূর্ণাঙ্গ গবেষণাগ্রন্থ। কথা সাহিত্যিক ও গবেষক আহসান সাইয়েদ বইটি রচনা করেছেন গভীর আন্তরিকতা নিয়ে। লেখকের সাবলিল ভাষা, সুন্দর রচনারীতি ও প্রয়োজনীয় তথ্য দ্বারা সমৃদ্ধ এ গ্রন্থ বাংলাদেশের আলিম সমাজ, মাদরাসা তথা ইসলামী শিক্ষার ক্ষেত্রে একটি প্রামাণ্য ইতিহাস গ্রন্থ হিসেবে স্থান পাবার যোগ্য। এতে আলিয়া ও কওমী উভয় ধারার ২৩৮ জন মুহাদ্দিশ, ৭১টি আলিয়া ও ৫১টি কওমী মাদরাসা এবং বাংলাদেশে বিভিন্ন ভাষায় প্রকাশিত (২০০০ খৃ. পর্যন্ত) হাদীছ সম্পর্কিত ১৫১টি বই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এছাড়া বাংলাদেশে ইসলামের আবির্ভাব, মুসলিম সমাজ গঠন, হাদীছ শিক্ষর সূচনা এবং সিহাহ সিত্তা বিষয়ক আলোচনাও স্থান পেয়েছে।
Ahsan Sayeed- (১৯৬৩) বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পিএইচ. ডি. করেছেন ‘বাংলাদেশে হাদীছ চর্চা : উৎপত্তি ও ক্রমবিকাশ’ শিরোনামে অভিসন্দর্ভ রচনা করে। বাংলাদেশে যাঁরা হাদীছ গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছেন তাঁদের মধ্যে প্রফেসর সাইয়েদ গবেষণা ছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ। মিশরীয় লেখক নোবেল বিজয়ী নাজীব মাহফুজের ছোটগল্প ও সেরা আরব নাট্যকার তওফীক আল-হাকীমের নাটকের বাংলা অনুবাদ গ্রন্থ তাঁকে এনে দিয়েছে বিরল খ্যাতি। এ যাবৎ প্রকাশিত তাঁর গ্রন্থসমূহের মধ্যে রয়েছে : বাংলাদেশে হাদীছ চর্চা : উৎপত্তি ও ক্রমবিকাশ (গবেষণা), হাদীছ সংকলনের ইতিবৃত্ত (গবেষণা), নোবেল বিজয়ী নাজীব মাহফুজের ছোটগল্প (অনুবাদ), তাওফীক আল-হাকীমের নাটক (অনুবাদ), মাঝরাতে বৃষ্টি (গল্পগ্রন্থ), তিতাসের অট্টহাসি (উপন্যাস), গৃহবধূ পিঞ্জরের পাখি (রম্যরচনা), আপোফিসের স্বপ্ন (গল্পগ্রন্থ)।