“বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১)" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বাংলাদেশের ইতিহাসে ১৯০৫-১৯৭১ সাল অত্যন্ত ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে তৎকালীন পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) জনগণের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নতুন জাগরণের সৃষ্টি হয়। নতুন গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণি নেতৃত্বে আসে এবং বাংলাদেশের ইতিহাসে নতুন যাত্রা শুরু হয়। এ নেত তুই পরবর্তীকালে আরাে বিকশিত হয়ে ব্রিটিশ, পাকিস্তানী শাসন বিরােধী বিভিন্ন আন্দোলনে ভূমিকা রাখে। তাঁদের সঙ্গে যােগ দেয় বিভিন্ন পেশা, গােষ্ঠী ও সম্প্রদায়ের বাঙালি। এসব আন্দোলনের ধারাবাহিক সফল পরিণতি এবং একাত্তরের ন’ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। "সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগে বাংলাদেশের ইতিহাস এক বা একাধিক পত্রে পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া নন-মেজর পত্র হিসেবেও অনেক বিভাগে বাংলাদেশের ইতিহাস পড়ানাে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিষয়ে এম. এ. শেষ পর্বেও বাংলাদেশের অভ্যুদয় শিরােণামে একটি আবশ্যিক পত্র পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করেছে। এ বিষয়ে বিক্ষিপ্তভাবে বই থাকলেও ১৯০৫১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের পূর্ণাঙ্গ ও একক কোন বই নেই। এ শূণ্যতা বিবেচনা করে মােট ৩৪টি অধ্যায়ে আমাদের জাতীয় ইতিহাস বাংলাদেশ ইতিহাস: ১৯০৫-১৯৭১ শিরােণামে বইয়ে অন্তর্ভূক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠ্যসূচির উপর ভিত্তি করে বইটি রচিত হলেও যারা বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট এবং ধারাবাহিক ইতিহাস জানতে চান তারাও বইটি থেকে যথেষ্ঠ তথ্য-উপকরণ পাবেন বলে আমাদের বিশ্বাস।
স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে স্নাতকোত্তর পরীক্ষায় ১ম শ্রেণিতে ২য় স্থান লাভ করেন। বিসিএস (প্রশাসন) সার্ভিসে নির্বাচিত হয়ে তাতে যোগদান না করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ১৯৮৭ সালে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমানে ইতিহাস বিভাগের অধ্যাপক, কলা অনুষদের ডিন এবং ভাষা শহীদ বরকত জাদুঘর ও সংগ্রহশালার পরিচালক। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, বাংলাদেশ ইতিহাস সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। মুক্তিযুদ্ধ, স্থানীয় ইতিহাস এবং বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তাঁর গবেষণা ও লেখালেখির বিষয়। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা ৩১। উল্লেখযোগ্য গ্রন্থ : মুক্তিযুদ্ধ গ্রন্থপঞ্জি, ভাবনায় মুক্তিযুদ্ধ চেতনায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা, মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস (৩ খণ্ড), সভ্যতার ইতিহাস ১৯০৫-১৯৭১, আফ্রিকার ইতিহাস, বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন, ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস, বীরাঙ্গনা বীরমাতাদের জবানীতে একাত্তরের ভয়াল স্মৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুসলিম বিশ্ব। যৌথভাবে লেখা ও সম্পাদিত গ্রন্থ মুক্তিযুদ্ধে ঢাকা ১৯৭১, মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবী, আগরতলা মামলার অনুচ্চারিত ইতিহাস ও শহীদ সার্জেন্ট জহুরুল হক, আফ্রিকার ইতিহাস, বাংলাদেশ ও বহির্বিশ্ব। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে লেখকের ৫০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য রোটারী ইন্টারন্যাশনাল সম্মাননা এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৪’ লাভ করেন।