clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Abu Md. Delowar Hossain books

followers

ড. আবু মোঃ দেলোয়ার হোসেন

স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে স্নাতকোত্তর পরীক্ষায় ১ম শ্রেণিতে ২য় স্থান লাভ করেন। বিসিএস (প্রশাসন) সার্ভিসে নির্বাচিত হয়ে তাতে যোগদান না করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ১৯৮৭ সালে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমানে ইতিহাস বিভাগের অধ্যাপক, কলা অনুষদের ডিন এবং ভাষা শহীদ বরকত জাদুঘর ও সংগ্রহশালার পরিচালক। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, বাংলাদেশ ইতিহাস সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। মুক্তিযুদ্ধ, স্থানীয় ইতিহাস এবং বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তাঁর গবেষণা ও লেখালেখির বিষয়। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা ৩১। উল্লেখযোগ্য গ্রন্থ : মুক্তিযুদ্ধ গ্রন্থপঞ্জি, ভাবনায় মুক্তিযুদ্ধ চেতনায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা, মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস (৩ খণ্ড), সভ্যতার ইতিহাস ১৯০৫-১৯৭১, আফ্রিকার ইতিহাস, বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন, ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস, বীরাঙ্গনা বীরমাতাদের জবানীতে একাত্তরের ভয়াল স্মৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুসলিম বিশ্ব। যৌথভাবে লেখা ও সম্পাদিত গ্রন্থ মুক্তিযুদ্ধে ঢাকা ১৯৭১, মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবী, আগরতলা মামলার অনুচ্চারিত ইতিহাস ও শহীদ সার্জেন্ট জহুরুল হক, আফ্রিকার ইতিহাস, বাংলাদেশ ও বহির্বিশ্ব। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে লেখকের ৫০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য রোটারী ইন্টারন্যাশনাল সম্মাননা এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৪’ লাভ করেন।

ড. আবু মোঃ দেলোয়ার হোসেন এর বই সমূহ

(Showing 1 to 12 of 12 items)

Recently Viewed