কি কি থাকছে বইটিতে? ● 101 Easy Spoken Structures ● 50 Common Errors in English ● 50 Easy English Pronunciation Rules ● Top 500 Most Used Expressions in English ● Easy Spoken Situational Conversation ● Easy Spoken Linking Conjunctions ● Easy Spoken Vocabularies ● Compound Vocabularies ● Daily Useful Words ● Useful Dialog in English ● Most Confusing Words in English
বইটি কাদের জন্য? ইংরেজিতে বেশ দুর্বল, কথা বলতে নার্ভাস, Beginners লেভেলে আছেন, কিংবা কোন কোচিংয়ে গিয়ে শেখার সময় নেই; বাসায় বসে শিখতে চান- বইটি তাদের জন্য। আমরা অনেক সময়ই বলতে শুনি- ‘ইন্টারভিউটা আরো ভাল হতো, যদি আর একটু ভালো ইংরেজি বলতে পারতাম!’ ‘ইংরেজিতে দুর্বল থাকার কারণে চাকরিটা হলোনা!’ এ ধরনের আফসোস থেকে বের হয়ে আসার জন্য এ বইটি নি:সন্ধেহে সহায়তা দিবে। বইটি কেন? সঠিকভাবে ইংরেজি বলতে এবং লিখতে পারা প্রত্যেকের জীবনেই অনেক বড় একটি বিনিয়োগ। কারণ আধুনিক সমাজে চাকরি থেকে ব্যবসা, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইংরেজির ভুমিকা বিস্তৃত। প্রায় সবক্ষেত্রেই ইংরেজিতে কথা বলার দক্ষতা আপনার জীবনে এক অনন্য সক্ষমতা যুক্ত করে এবং ইংরেজিতে পারঙ্গম ব্যক্তিরা ব্যক্তিক, সামাজিক ও পেশাগত ভাল অবস্থান তৈরি করে থাকে।
জামাল উদ্দিন জামি একজন ক্যারিয়ার কোচ, পাবলিক স্পিকার, এবং কর্পোরেট ট্রেইনার। গত তেরো বছর ধরে তিনি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, পেশাগত শিষ্টাচার, দল গঠন এবং গ্রাহক সেবা উন্নয়নের উপর শতাধিক দেশীয় ও বহুজাতিক সংস্থায় পেশাজীবীদের কর্মদক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান করেছেন। এর পাশাপাশি তিনি তার চৌকস উপস্থাপনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে তরুণদের মাঝে বেশ সমাদৃত হয়েছেন। পেশাগত জীবনে, তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সার্ভিস অফিসগুলোতে কর্মরত অবস্থায় হাজার হাজার ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠন নিয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছেন। এখন তিনি ক্যারিয়ার কোচ ট্রেইনিং সলিউশনস এর সিইও হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর দ্বিতীয় স্নাতকোত্তর গ্রহণ করেন। এখন তিনি মালয়েশিয়ার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্টে পিএইচডি করছেন।