"ইংলিশ রাইটিং শেখার দূর্দান্ত শর্টকাট ওয়ে রাইটিং" বইটির সম্পর্কে কিছু কথা: Shortcut Way Writing একটি ব্যতিক্রমধর্মী বই। বাজারে অনেক বই আছে, সে বইগুলাে কতটা আপনাকে English Writing শিখতে সাহায্য করবে তা আমার জানা নাই। তবে এই বইয়ের ব্যপারে আমার ১০০ পার্সেন্ট গ্যারান্টি আছে যে, এ বইয়ের A to Z যথাযথভাবে পড়লে এবং নিয়মিত অনুশীলন করলে ইনশাল্লাহ আপনার জন্য English বাক্য লেখা পানির চেয়েও সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, মাঝে মাঝে এমন হয় যে, English বাক্য লিখতে কিভাবে শুরু করব, কোনটা দিয়ে বাক্যে শুরু করব, কোনটি আগে বা কোনটি পরে বসবে এগুলাে নিয়ে হতবম্ভ হয়ে যাই। এ ঝামেলা থেকে চিরতরে মুক্তি দিতে এ বই আপনাকে একজন গৃহশিক্ষক হিসেবে সাহায্য করবে। এই বইটি আপনাকে English Writing শিখার এবং লিখার Prescription (ব্যাবস্থা পত্র) সেভাবেই দিয়েছে যেভাবে লিখতে হবে। শুধুমাত্র ব্যাবস্থা পত্রই দেয়নি সাথে সাথে দিয়েছে কঠিন বিষয়গুলাের যথাযথ সমাধান। প্রথমে কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, কোন বিষয়গুলাে খুবই প্রয়ােজনীয়, কিভাবে,কখন,কোথায়,কোন Grammar -এর খুঁটিনাটি বিষয় ব্যবহার করতে হবে।
Nazrul Islam BA (Hons) MA in English Ex.Senior Lecture in English, National Girls College Lecturer in English, Future Commerce College Ex: Chief Instructor of S@ifur's No Fail in English and faculty