'Dreams in Islam' is a subject which is located in knowledge internally received, and its supreme importance for the believer continually increases as the world grows in godlessness and as the historical process draws to a close. The Prophet (sallalahu 'alaihi wa sallam) said: "When the time (of the end of the world) draws close, the dreams of a believer will hardly fail to come true, and a dream of a believer is one of the forty-six parts of prophethood." One of the signs of the last age, i.e., before the end of the world, is the absence of knowledge (of Truth and, therefore of Islam). Our widespread ignorance of the subject of 'Dreams' and the important place which 'Dreams' occupy in Islam, as well as the widespread ignorance of the subject of the Prohibition of Riba in Islam, is yet another indication that the last age has-arrived! The Sufi epistemology recognizes that knowledge comes from two sources- the first is knowledge that is externally acquired, and the other is knowledge that is internally received. The Sufi epistemology, which was taught by our great teacher, Maulana Dr. Muhammad Fadlur Rahman Ansari (rahimahullah), at the Aleemiyah Institute of Islamic Studies in Karachi, Pakistan, is the epistemology of knowledge internally received, and we hasten to inform the gentle reader that this book is based on that epistemology.
Title
দি স্ট্রাটেজিক ইম্পর্টেন্স অফ ড্রিমস এন্ড ভিশনস ইন ইসলাম
ইমরান নযর হোসেন। ক্যারিবিও দ্বীপপুঞ্জের ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন ১৯৪২ সালে। আলিমিয়া ইসলামিক ইনস্টিটিউট (করাচি) থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পাশাপাশি করাচি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ, আল-আযহার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। উচ্চশিক্ষা সম্পন্ন করেন সুইজারল্যান্ডের Graduate Institute of International Relations থেকে। দায়িত্ব পালন করেন করাচির আলিমিয়া ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে, ছিলেন করাচির World Muslim Congress-এর রিসার্চ ডাইরেক্টর এবং মিয়ামির Islamic Institute for Education and Research-এর ডাইরেক্টরও। এছাড়াও তিনি ত্রিনিদাদ এন্ড টোবাগোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলাম, সমকালীন রাজনীতি, অর্থনীতি, সামাজিক বাস্তবতা এবং সর্বোপরি আধুনিক যুগের বাস্তবতা তুলে ধরতে তিনি সত্যিই অনবদ্য। তাঁর গ্রন্থের বিষয়বস্তু বর্তমানে বাস্তবে সত্যে পরিণত হচ্ছে এবং প্রতিনিয়ত তাঁর বক্তব্যকে সত্যায়িত করে চলছে, যা সত্যই তাঁর আধ্যাত্মিক উচ্চতার পরিচয় বহন করে। Jerusalem in the Quran- An Islamic View of the Destiny of Jerusalem তাঁর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ।