ওয়েবসাইটের ডিজাইন করার এখন পেশার ক্ষেত্র হিসেবে বেশ জনপ্রিয়। নানাভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। ভালো ওয়েবসাইট ডিজাইনার ওয়েবপেজ তৈরির পাশাপাশি ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির কাজটি করতে পারেন। ওয়েবসাইট তৈরির এমন নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে মাস্টারিং ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের বইটির তৃতীয় খণ্ড । ভবিষ্যতে যারা আর্ন্তজাতিক মানের ওয়েব পেজ ডেভেলপ করতে চান বা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চান তাদের একটি শক্ত ভিতের কথা মাথায় রেখে লেখা হয়েছে এই বইটি। মোট ৪টি পার্টের মধ্যে এটি হচ্ছে তৃতীয় পার্ট। এ বইয়ে রয়েছে Bootstrap-5 Single-Page, Bootstrap-5 Ecommerce, WordPress Theme Development, Git-and Github, Laravel 7/8.X, Node.js (NPM, JSON), Visual C# and .NET Framework, ASP.NET সফটওয়্যারগুলোর বিস্তারিত বর্ণনা এবং যথারিতি সাথে রয়েছে Professional Project । আট অধ্যায়ের এ বইতে ইন্টারনেটের নানা বিষয় যেমন আছে তেমন প্রতিটি অধ্যায়ে রয়েছে বিস্তারিত আলোচনা আর প্রকল্পের বর্ণনা। প্রতিটি অধ্যায় ও বিভাগের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। প্রতিটি বিভাগের সঙ্গেই রয়েছে বিষয়ভিত্তিক বাস্তব প্রকল্পের বর্ণনা এবং সে অনুযায়ী কাজ শেখার পদ্ধতি। ওয়েবসাইট তৈরি যাঁরা শিখতে চান, তাঁদের জন্য বইটি বেশ কাজে আসবে। বাস্তব প্রকল্প উদাহরণ হিসেবে থাকার কারণে পূর্ণাঙ্গ কাজটি হাতে-কলমে শেখা যাবে। বইটির সঙ্গে রয়েছে প্রায় ৩০০ প্রকল্পসহ বিশেষ সিডি। এতে প্রয়োজনীয় সফটওয়্যারও পাওয়া যাবে।
অভিনেতা হিসেবে সুখ্যাতি কুড়ানো বাপ্পি আশরাফ কর্মজীবনে শুধু অভিনয়ই করে যাননি, সুনাম কুড়িয়েছেন লেখালেখির মাধ্যমেও। টেলিভিশন মিডিয়ার কল্যাণে আমরা প্রায় সবাই-ই চিনি এই অভিনয়শিল্পীকে, বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নাটক, টিভি সিরিয়াল, টেলিফিল্ম ও সিনেমায় তার সরব উপস্থিতি ও মানসম্পন্ন অভিনয়ের জন্য। বিশেষ করে 'কমন জেন্ডার' ও মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিংগুলার নাম্বার' এই দুটি চলচ্চিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। গুণী এই অভিনেতা ও লেখক জন্মগ্রহণ করেছেন কুষ্টিয়া জেলার মিলপাড়ায়, যার ফলে তার শৈশব কেটেছে গড়াই নদীর সুন্দর চর এলাকায়। তবে বাবার সরকারি চাকরির কারণে বেশি দিন এক জায়গায় থাকা হয়নি তার। বাবার সাথে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে। আর তিনি শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ঝিনাইদহের গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ও কে. সি. কলেজে। স্কুল ও কলেজ পাশ করার পর তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকেই স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের একাদশ ব্যাচের ছাত্র, যেখানে তিনি নিয়েছেন অভিনয়ের পাঠ। কম্পিউটারের বিভিন্ন কাজের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন এবং বর্তমানে তিনি 'নোভা কম্পিউটার' এর স্বত্বাধিকারী। এরই ধারাবাহিকতায় বাপ্পি আশরাফ এর বই সমূহ এর প্রায় সবগুলোই কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রচিত। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোশপ ইত্যাদি বিষয়ে তিনি দক্ষতা রাখেন এবং এসকল বিষয়ে অন্যদের সম্যক ধারণা দিতেই তিনি তার বইগুলো রচনা করেছেন। বাপ্পি আশরাফ এর বই সমগ্র এর মধ্যে 'মাস্টারিং এক্সেল এক্সপি-২০০৩', 'কমপ্লিট এডোবি ফটোশপ', 'ওয়েব পেজ ডিজাইন (HTML) কম্পিউটারে হাতেখড়ি', 'এডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬', 'মাস্টারিং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট', 'উইন্ডোজ ৮ এন্ড ৭', 'কোয়ার্ক এক্সপ্রেস-৭' ইত্যাদি উল্লেখযোগ্য। অভিনয় ও কম্পিউটার নিয়ে লেখালেখি করেই বেশ কেটে যাচ্ছে বাপ্পি আশরাফের কর্মজীবন।