কখন এসে কাকে আক্রমণ করে এই অতিমারি করােনা বা কোভিড-১৯! ভারতে এই করােনা প্রথম আঘাত করে এ বছরের জানুয়ারি মাসে। আর পশ্চিমবঙ্গে মার্চ মাসে। সেই করােনা এখনও বিশ্বের সঙ্গে আতঙ্ক ছড়িয়ে চলেছে ভারতসহ পশ্চিমবঙ্গজুড়ে। ভারতে এখনও করােনার রাশ টানা যায়নি। চলছে এই রাশ টানা নিয়ে লড়াই, যুদ্ধ। মানুষ প্রতিদিন এখনাে মরছে। আক্রান্ত হচ্ছে। আবার সুস্থও হচ্ছে। তবে মানুষের মন থেকে কাটেনি করােনা ভীতি। বহু সংবাদপত্র ইতিমধ্যে বন্ধ হয়েছে। বহু সংবাদপত্রের কলেবর হেট হয়েছে। বিজ্ঞাপন কমে গেছে। তবুও বের হচ্ছে সংবাদপত্র মানুষ খুঁজে নিচ্ছে এই সংবাদপত্র থেকে করােনার নানান খবর। প্রতিবেদন। টিকা আবিস্কার নিয়ে নানা গবেষণামূলক লেখা। প্রথম আলাে বাংলাদেশের শীর্ষ দৈনিক সংবাদপত্র সেই সংবাদপত্রও করােনার কোপে পড়েছে। তবুও প্রথম আলাে লড়াই চালিয়ে যাচ্ছে এই করােনার বিরুদ্ধে কঠোর অবহের মধ্যে করােনাকে জয় করার লক্ষ্যে। ১৯১৮ সালের ৪ নভেম্বর প্রথম আলাে’র যাত্রা শুরু। সেই থেকে অবিরাম গতিতে চলছে প্রথম আলাে মানুষের ভালােবাসা নিয়ে। প্রথম আলােয় এবার এই করােনা নিয়ে প্রচুর রিপোর্ট লিখেছেন প্রথম আলাের কলকাতা প্রতিনিধি অমর সাহা। সেই ১৭ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দীর্ঘ এই ৭ মাসে অমর সাহার প্রথম আলাে অনলাইনে প্রকাশিত রিপাের্টগুলি থেকে বাছাই করে কিছু লেখা নিয়ে এবার বের হলাে প্রথম আলােয় কলকাতার করােনাকাল।