"দুঃসাহসিক অভিযানে অপু" বইয়ের ফ্ল্যাপে লিখা অপু। অপু আনােয়ার। ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে ক্লাশের সবার সাথে কক্সবাজার বেড়াতে এসে লিফটে চড়ে চলে গেলাে মহাশূন্যে। মহা অবাক অপু। মহাশূন্যে ওর মতাে ছেলে-মেয়েরা বিভিন্ন ধরনের স্পেসশিপ নিয়ে ঘুরাফেরা করছে। পরিচয় হবার পর অপু উঠে এলাে সিম্ফনির স্পেসশিপে। উড়ার এক পর্যায়ে চলে গেলাে এভারগ্রিন আইল্যান্ড নামের এক দ্বীপে। দ্বীপটায় ওর বয়সী অনেক শিশু-ওদের আচরণ কেমন যেনাে রােবােটের মতাে। ওরা কি রােবােট? ঐ দ্বীপে বিজ্ঞানী প্রফেসর আজমত আলীকে দেখে অপু খুব খুশি হয়ে উঠলাে। বেশ কিছুদিন আগে এই বিজ্ঞানী ভয়াবহ বন্যার সময় ওদের রক্ষা করেছিলেন (অপু সিরিজ-৫: জলের সাথে অপুর যুদ্ধ)। প্রফেসর আজমত আলী অপুকে পেয়ে খুশি হলেন খুউব। মঙ্গলগ্রহে বসতি স্থাপনে সহযােগিতা করার জন্য প্রফেসর রােবােটগুলােকে লালনপালন করছেন। কিন্তু প্রফেসর আজমত আলীর একসময়ের ঘনিষ্ট বন্ধু বর্তমানে চিরশত্রু আমেরিকা যুক্তরাষ্ট্রের চৌকস বিজ্ঞানী প্রফেসর রবার্ট ডি সিলভা প্রফেসর আজমত আলীর অবস্থান সনাক্ত করে প্রথমে আক্রমণ করলেন বুদ্ধিবৃত্তিক। এরপর চলতে থাকলাে দুই বিজ্ঞানীর মহাশূন্যে আক্রমণ পাল্টাআক্রমণ। একসময় অপুকেও হতে হলাে রােবােট। এটা অপু সিরিজের ৬ নম্বর বই।