উসমানি সাম্রাজ্যের অজানা অধ্যায় ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস
উসমানি সাম্রাজ্যের অজানা অধ্যায় কোন সুলতানের পদচিহ্ন কখনও ইস্তাম্বুলে পড়েনি? তিনি কোন সুলতান যিনি নিজ হাতে আংটির কারুকাজ খোদাই করে বাজারে বিক্রি করতেন, সেই অর্থ গরিব-মিসকিনদের বিলিয়ে দিতেন? দ্বিতীয় আবদুল হামিদের প্রাণাধিক প্রিয় ঘোড়া বুলগেরিয়ান ডাকাতকে কে উপহার দিয়ে দিয়েছিল? ধূমপানের বিরুদ্ধে প্রবন্ধ লিখেছিলেন কোন সুলতান? কে সেই উসমানীয় সুলতান যার মায়ের পরিচয় জানা যায় না? সুলতানদের মধ্যে কারা কারা ক্রীড়া-সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন? মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন নিয়ে ঘুরা সেই সুলতানকে চিনেন? কোন কোন সুলতান জহুরি, কাঠমিস্ত্রী ও দড়ির কারিগর ছিলেন? কাব্যমানের বিবেচনায় সামসময়িক কবিদেরকে পেছনে ফেলে দেওয়া সেই কবি-সুলতানকে চিনেন কি? নিজ মায়ের রুহানি ইসালে সওয়াবের জন্য কে মসজিদ নির্মাণ করেছিলেন এবং নিজ হাতে খোদাই করেছিলেন মায়ের মর্যাদার হাদিস? ‘উসমানি সাম্রাজ্যের অজানা অধ্যায়’ আপনার সামনে দৃশ্যমান ইতিহাসের অদেখা গল্পগুলোর মুখোশ উন্মোচন করবে। শতসহস্র তথ্যসূত্র থেকে বেছে নেওয়া রোমাঞ্চকর ঘটনা ও তথ্য পরিবেশন করবে। শেষ পাতা পর্যন্ত এক নিশ্বাসে না পড়া অবধি আপনি ছটফট করতে থাকবেন।
ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস ইহুদি ও খ্রিষ্টান। বিশ্ব ইতিহাসের প্রাচীন দুই জাতি। বর্তমান বিশ্বের ক্ষমতার চাকায় যাদের আজ নিয়ন্ত্রণ। মুসলিমদের সঙ্গে সংঘাতে যারা আছে সর্বাগ্রে। এসব আমাদের চোখের সামনে স্পষ্ট হলেও আড়ালে রয়ে গেছে এ দুই জাতির প্রকৃত ইতিহাস। নিরেট সত্যকে আড়ালে রেখে নিজেদের মনগড়া বিকৃত ধর্মগ্রন্থের মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টায় সদা লিপ্ত। সেই প্রকৃত সত্যকে তুলে ধরার প্রয়াস চালিয়েছেন এ গ্রন্থের লেখক। হয়েছেন ধর্মীয় ইতিহাসের উৎস ও আদি মূল অন্বেষণের কষ্টসাধ্য দীর্ঘ যাত্রার মুসাফির। প্রাচীন গ্রন্থ ও ইতিহাস, ধর্মীয় দল-উপদল প্রধানদের গ্রন্থনা, ইউরোপিয়ান ধর্মীয় ঐতিহাসিক দিকপালদের লেখনীর আলোকে সেসব উপস্থাপন করেছেন সুচারুরূপে। তিনি গবেষণা চালিয়েছেন ইহুদি ও খ্রিষ্টাধর্মের ক্রমবিকাশের ইতিহাস, এর ওপর আপতিত রাজনৈতিক, ভৌগোলিক, জাতিগত ও সভ্যতাকেন্দ্রিক সন্ধিক্ষণ নিয়ে। আজকের ফিলিস্তিন নিয়ে তাদের যে চক্রান্ত, পাঠক হবেন এর গোড়ার অধ্যায়ের সাক্ষী। লেখক শুধু ইতিহাস বর্ণনা করেই শেষ করেননি। কুরআন-হাদিসের আলোকে এবং যুক্তির নিরিখে উন্মোচিত করেছেন ইহুদি ও খ্রিষ্টানদের প্রকৃত চিত্র। প্রমাণ করেছেন তাদের বিভ্রান্তি এবং দাবিসমূহের অসারতা। শেকড়সন্ধানী লেখক পাঠককে নিয়ে যাত্রা করবেন ইহুদিদের প্রাচীন সময়ে। প্রায় 3000 বছর আগে তাদের আদি নিবাস এবং উৎপত্তিস্থলে। ঐতিহাসিক উত্থান-পতন থেকে কীভাবে এলো আজকের ইসরাইল? সেটিও তিনি ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। ইহুদি ও খ্রিষ্টধর্মের একেবারে সূচনা থেকে ধীরে ধীরে আজকের ইসরাইলে রূপান্তরের পূর্ণাঙ্গ ইতিহাসের গ্রন্থিত রূপই—‘ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস’।
Title
মুহাম্মদ পাবলিকেশন এর দুটি রোমাঞ্চকর ইতিহাস কালেকশন