আমাদের জীবন যাপন এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে কারা নিয়ন্ত্রণ করছে, কী ভাবে নিয়ন্ত্রণ করছে। গল্পে আবুর বড় মেয়ে প্রকৃতি বলছে, বাবা খুঁজছে, হারিয়ে যাওয়া মানুষের জীবনের সরল দিন। সহজ দিন। সুন্দর জীবন, নির্মল জীবন। এই সময়ের জীবন বেশ জটিল এবং কঠিন। আপনারা একবার ভেবে বলুনতো, জীবন এত জটিল ছিল কি না? সুন্দর সরল জীবনকে কারা জটিল করছে, কেন করছে? জটিল করেছে কিছু সুবিধাবাদী কোম্পানি। তারা তাদের পণ্য এমনভাবে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, মনে হবে আসলেই এর প্রয়োজন আছে, কিন্তু গভীরভাবে ভেবে দেখবেন, অত্যন্ত কৌশলে আমাদেরকে পণ্যফাঁদে ফেলা হয়েছে। পণ্যের চাহিদা মেটাতে আমরা অসুস্থ প্রতিযোগিতায় নামি। নিজেদের সবসময় ব্যস্ত রাখি। আর ভাবী, এইটাই নিয়ম। আসলে কি তাই? আপনি আপনার বাড়ির মানুষেদের দিকে দেখেন, তাদের চেনা যায়? তারা কি থামছে, তারা কি সম্পর্কের মর্ম বুঝছে? নাকি তারা শুধু ছুটছে আর ছুটছে। কীসের জন্য ছুটছে, কী অর্জন করতে চায়? সম্পর্কের চেয়ে বড়ো সম্পদ আছে পৃথিবীতে? সামান্য কিছু টাকার জন্য যারা অসামান্য জীবনটাকে জটিল করছে, তাদের থামাতে হবে। আমার বাবার বয়স হয়েছে, তার শরীরে তেমন শক্তি নেই। এর মাঝেও তাকে কারা যেনো মেরেছে। কেন মেরেছে? কারা বাবাকে পাগল বানিয়ে দিয়েছে, কেন পাগল বানাতে চায়? আমার বাবা গরিব তারপরও বাবা তিনবেলা গরম ভাত খেতে ভালোবাসতো, সন্ধ্যার পর লুডু খেলতাম, ছবি অঁাকতাম। সেই বাবা এখন পথে পথে ঘোরে। কী খায়, না খায়, ফুটপাতের কোথায় ঘুমায়, জানি না। এখন সে পাগল। তারপরও সে দেয়ালে দেয়ালে লিখে যাচ্ছে, “মানুষ পণ্যদাস নয়। কর্পোবাটপাড়দের বিচার চাই। জীবন এত জটিল কেন? এবার বুঝে নিন, কারা বাবাকে পাগল বানিয়েছে, ধীরে ধীরে কারা আমাদের পাগল বানিয়ে রাখতে চায়? কিন্তু বাবা পাগল হয়েও থামেনি। এমন বাবারা থামে না।
মোস্তফা মনন একজন সাহিত্যিক এবং চলচ্চিত্রকার। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক ও চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখার পাশাপাশি সাহিত্য ও চলচ্চিত্র সমালোচনা করেন। নাট্যপরিচালকদের সংগঠন ডিরেকটারস গিল্ডস এবং টেলিভিশন নাট্যকার সংঘের সদস্য। বর্তমানে দীপ্ত টেলিভিশনে পরিচালক (নাটক) বিভাগে কর্মরত রয়েছেন। তার পরিচালিত এবং প্রযোজিত কাজগুলোর মধ্যে, দীপ্ত টেলিভিশনে মেগা সিরিয়াল পালকী (৭৩৭ পর্ব), ভালোবাসার আলো-আঁধার(৩৭৫ পর্ব), মাছরাঙা টেলিভিশনে নারী (৫২ পর্ব) এছাড়া কবিতার বই "বেচে দিন" ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ঐতিহাসিক উপন্যাস "অক্ষর'’ বিশেষ ভাবে উল্লেখযোগ্য।