অজিত কুমার রায়ের এই উপন্যাসটিতে উনিশ শ সাতচল্লিস পরবর্তী পাকিস্তান বিশেষত পূর্ব পাকিস্তানের আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির একটা পরিস্কার চিত্র তুলে ধরা হয়েছে।পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠীর অর্খনৈতিক শোষণ,বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ,হত্যা-নির্যাতন,বাঙালীর ভাষা,সাহিত্য-সংস্কৃতি ধংস্ব করার চক্রান্ত এবং নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর না করে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপপ্রয়াসের অবতারণা করা হয়েছে।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সংকটে জাতিকে নেতৃত্ব দানের কথা রয়েছে উপন্যাসটিতে।মুক্তিকামী বাঙালীর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ,সংখ্যালঘু নির্যাতন,বাস্তুহারা লক্ষ লক্ষ হিন্দুর ভারতে আশ্রয় গ্রহণ,পঁচিশে মার্চ ও পরবর্তী সময়ের গণহত্যার বিবরণ তুলে ধরা হয়েছে।তবে শিল্পের স্বার্থে ঐতিহাসিক সত্যতা ক্ষেত্রবিশেষে কল্পনার রঞ্জন ব্যবহৃত হয়েছে।সনাতন ধর্মে বর্ণভেদের কুফল ও হিন্দু-মুসলিম বিদ্বেষকে ছাপিয়ে গেছে মানবতাবাদ।সমস্ত ধরণের সংকীর্ণতাকে তাচ্ছিল্য করা হয়েছে।সবশেষে,কেন্দ্রীয় চরিত্র সুজন ও অমিতার স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং ১৬ ডিসেম্বরের বিজয়ের মধ্য দিয়ে উপন্যাসটিতে আশাবাদেদের সঞ্চার হয়েছে।