"কুরআন পড়ুন সহজ পদ্ধতিতে (হোম ওয়ার্ক বই সহ)" বইটির ভূমিকা থেকে নেয়াঃ এই সিরিজের বইগুলােতে আমরা সাধ্যানুযায়ী শিশু-কিশাের এবং একইসাথে প্রাপ্তবয়স্কদের সহজে কুরআন শেখাতে চেষ্টা করেছি। এই বইটির বেশ কিছু উল্লেখযােগ্য বৈশিষ্ট্য আছে। এর কয়েকটি বৈশিষ্ট্য নিচে প্রদান করা হলাে: ১. অনুশীলন করার জন্য ৪০০টি গুরুত্বপূর্ণ শব্দ বাছাই করা হয়েছে যা কুরআনে মােট ৭৮০০০ শব্দের মধ্যে পাওয়া যাবে প্রায় ৩৯,০০০ বার। এছাড়াও বইটি পাঠ শেষে আপনারা তাজবীদের নিয়ম ও প্রয়ােগসহ কুরআনের ৫০ শতাংশ শব্দ পড়তে সক্ষম হবেন। শুদ্ধভাবে কুরআন পড়তে পারায় প্রতিটি শিক্ষার্থী আনন্দ ও উৎসাহ অনুভব করবে, যেহেতু সে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের ঘনিষ্টতা অর্জন করছে। ২. প্রতিটি পাঠে আপনি নতুন নতুন শব্দ শিখবেন যেগুলাে কুরআনে বারবার ব্যবহৃত হয়েছে। কী পরিমাণ অগ্রসর হতে পারলেন তার একটি ধারণা পেতে পারেন আপনি যে সমস্ত শব্দ শিখছেন তার হিসাব থেকে শেখার আগ্রহ বাড়াতে এটি আপনাকে আরাে সাহায্য করবে। ৩. প্রতিটি অক্ষরের উচ্চারণের স্থান (মাখরাজ) এর প্রতি গুরুত্ব দিয়ে শব্দগুলাে শেখানাে হয়েছে। সঠিকভাবে। উচ্চারণ করা এবং কাছাকাছি ধ্বনিযুক্ত শব্দগুলির পার্থক্য অনুধাবনে এটি শিক্ষার্থীদের সাহায্য করবে। ৪. প্রায় প্রতিটি অক্ষর শেখানাের জন্য এমন জিনিসের ছবি ব্যবহার করা হয়েছে যেগুলাের শুরু হয়েছে অক্ষরটি দিয়ে। এটি যে শুধু সংযােগ তৈরি করবে তা নয়, বরং শিক্ষার্থীর মনে অক্ষরটিকে জায়গা করে দিতে সহায়তা করবে। ৫. ব্যাখ্যার সুবিধার্থে প্রারম্ভিক পর্যায় হতেই ছবি ব্যবহার করে মাখরাজ শিক্ষা দেওয়া হয়েছে। ৬. বিভিন্ন হারাকাতের বা স্বরধ্বনি সম্পর্কিত অনুশীলনীর জন্য অক্ষরগুলি মাখরাজ অনুসারে সাজানাে হয়েছে যাতে মাখরাজের দক্ষতা বৃদ্ধি পায়।