ভূমিকা প্রয়াত অধ্যাপক ড. শিবপদ সেনের সম্পাদনায় ইস্টিটিউট অব হিস্টোরিক্যাল স্টাডিজ থেকে প্রকাশিত হয়েছিল Dictionary of National Biography। উনিশ এবং বিশ শতকে ভারতের জাতীয় জীবনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী ব্যক্তিত্বদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেওয়া ছিল এই Dictionary-র উদ্দেশ্য। ১৯৭২ সালে ইংরেজি ভাষায় এই গ্রন্থ প্রকাশিত হওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের সহযোগিতায় এই গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই অনুযায়ী ১৯৮৯ সালে জাতীয় চরিতাভিধান-এর প্রথম খণ্ড এবং ১৯৯৩ সালে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। মূল ইংরেজি গ্রন্থের প্রতিটি খণ্ডেই ইংরেজি বর্ণানুক্রম অনুযায়ী জীবনচরিতগুলো লিপিবদ্ধ করা হয়েছিল। বাংলা সংস্করণের ক্ষেত্রে সঙ্গতভাবেই বাংলা বর্ণানুক্রম অনুসরণ করা হয়েছে। সেই অনুযায়ী প্রথম খণ্ডে ছিল অ থেকে ও আদ্যক্ষরের ব্যক্তিদের জীবনচরিত আর দ্বিতীয় খণ্ডে ছিল ক থেকে ছ আদ্যক্ষরবিশিষ্ট ব্যক্তিদের জীবনচরিত। এই খণ্ডে সংকলিত করা হল জ থেকে ন অবধি আদ্যক্ষরের ব্যক্তিদের জীবনচরিত। আদ্যক্ষরের ক্ষেত্রে সাধারণভাবে প্রথম নাম ব্যবহার করা হয়েছে, দু' একটি ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। তবে উপাধি, যেমন আচার্য, স্বামী, মহম্মদ ইত্যাদি আদ্যক্ষরের অনুক্রম প্রস্তুতের ক্ষেত্রে বিবেচনা করা হয়নি। এই বইতে মূলতঃ ইংরেজি বইয়ে লিখিত জীবনচরিতকেই অনুসরণ করা হয়েছে। অর্থাৎ এই বাংলা সংস্করণ ইংরেজি বইয়ের আক্ষরিক অনুবাদ, ক্ষেত্রবিশেষে ভাবানুবাদ। ইংরেজি গ্রন্থমালায় ১৯৪৭ সাল অর্থাৎ স্বাধীনতালাভ পর্যন্ত ঘটনাবলী লিপিবদ্ধ করা হয়েছিল; বাংলা সংস্করণেও সেই ধারা অনুসরণ করা হয়েছে। ১৯৪৭-এ জীবিত ছিলেন এবং পরে প্রয়াত হন এমন ব্যক্তিদের ১৯৪৭ পরবর্তী জীবন-কাহিনী এই বইতে দেওয়া হয়নি। কোনও কোনও ক্ষেত্রে তাঁদের মৃত্যুসাল উল্লেখ করা হয়েছে মাত্র কিন্তু ১৯৪৭ পরবর্তী কাজকর্মের বর্ণনা প্রদান বা তার মূল্যায়ন করার কোনও প্রয়াস গ্রহণ করা হয়নি। আমরা চাইনি বঙ্গানুবাদে Dictionary of National Biography-র মূল সুর কোনওভাবে ক্ষুণ্ণ হোক এই ধরনের জীবনী গ্রন্থমালা সব সময়েই অসম্পূর্ণ থাকে। কাজেই এই বঙ্গানুবাদও কোনওরকম সম্পূর্ণতার দাবি করে না। একজন ব্যক্তির জীবনের কোন তথ্য কতটা দেওয়া হবে তা নিশ্চিতভাবেই জীবনীকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নির্ধারিত হয়। বাংলা অনুবাদে আমরা সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কোনওরকম চেষ্টা করিনি। কোনও কোনও ক্ষেত্রে কোনও ব্যক্তির ১৯৪৭ অবধি কাজকর্মের যে মূল্যায়ন তা হয়তো পরিবর্তিত হতে পারে ১৯৪৭-পরবর্তী কাজকর্মের নিরিখে। কিন্তু এক্ষেত্রে আমরা পুনর্মূল্যায়নের ব্যাপারে সংযত থেকেছি। ইংরেজি সংস্করণ প্রকাশিত হওয়ার পরেও ঐতিহাসিক গবেষণার সারাৎসার সেই কারণেই এই বঙ্গানুবাদে অন্তর্ভুক্ত হয়নি। এই গ্রন্থে সংকলিত বঙ্গানুবাদগুলো করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকরা। অনেকে মিলে করায় কোনও কোনও ক্ষেত্রে লিখনশৈলীর ক্ষেত্রে সমরূপতার অভাব রয়েছে। বড় ইংরেজি বাক্যর আক্ষরিক অনুবাদ করতে গিয়েও অনেক সময় সমস্যা হয়েছে। এই সীমাবদ্ধতাগুলো মাথায় রেখে এই বঙ্গানুবাদ খণ্ডটি ব্যবহার করার জন্য পাঠকদের সনির্বন্ধ অনুরোধ জানাই।