ভূমিকা প্রয়াত অধ্যাপক ডঃ শিবপদ সেনের সম্পাদনায় Dictionary of National Biography-র বাংলা অনুবাদের দ্বিতীয় খন্ডটি পশ্চিমবঙ্গ রাজ্য পাস্তর পর্যদের সহযোগিতায় সম্প্রতি প্রকাশিত হ'ল। এই গ্রন্থমালার উদ্দেশ্য ১৯ শতকের যে সকল স্মরণীয় নরনারী ভারতীয় কিংবা ভারতে বসবাসকারী বিদেশী, জাতি ও দেশগঠনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের জীবনী বাংলা ভাষাভাষী পাঠকের হাতে তুলে দেওয়া ৷ মালে ইংরেজি গ্রন্থে কিছু কিছু তথ্য বাদ পড়েছিল। বাংলা সংস্করণে শধ্যে সেইসব প্রয়োজনীয় তথ্যই সন্নিবেশিত হয়নি, নতুন কয়েকটি জীবনীও এই খণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইংরেজি গ্রন্থের চরিত সংখ্যার তুলনায় বাংলা সংস্করণের চরিত সংখ্যা কিছু বেশী। বলা বাহুল্য মলে ইংরেজি গ্রন্থের চারিটি খণ্ডেই ইংরেজি বর্ণান ক্রমে জীবনচরিতগুলি লিপিবদ্ধ করা হয়েছে । সঙ্গত কারণেই বাংলা অন বাদে ইংরেজি বর্ণান ক্রমের পরিবর্তে বাংলা বর্ণান,ক্রম অন,সতে হয়েছে । স্বাধীনতালাভ অর্থাৎ ১৯৪৭ সাল পর্যন্ত ঘটনাবলী মলে ইংরেজি গ্রন্থমালায় লিপিবদ্ধ করা হয়। বাংলা অনুবাদেও সেই ধারা অননুসরণ করা হয়েছে। ফলে ১৯৪৭ সালের পরবর্তী কার্যকলাপ এবং ক্ষেত্র বিশেষে যাঁরা এখন জীবিত নেই তাদের ১৯৪৭ পরবর্তী জীবন কাহিনী এই অন বাদে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী কোন সংযোজন খণ্ডে ব্যক্তি বিশেষের স্বাধীনতোত্তরকালের জীবন কথা পরিবেশন করতে আমরা প্রয়াসী হব। এই গ্রন্থের অনবাদ সংশোধন এবং পরিমার্জন কাজে সহায়তা করেছেন ডঃ নরেন ভট্টাচার্য, শ্রী শোভন বসু, শ্রীমতী কমলা সরকার, শ্রীমতী গীতা ঘোষ এবং শ্রী দেবীদাস আচার্য। এদের সকলকে এবং অনবাদ কাজে যারা সহায়তা করেছেন তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই ।