তাদেরকে নসিহত করার আগে প্রথমে নিজেকেই নসিহত করুন। এটাই সবচেয়ে উত্তম প্রতিশোধ। তাদের মুখ বন্ধ করতে নিজেকে উত্তম স্বভাব দিয়ে সাজিয়ে নিন; কারণ আপনি তো ওদের তুলনায় উত্তম। -ড. বিলাল ফিলিপস জীবনের প্রতিটি দুর্যোগ আর পরীক্ষা আপনাকে মহান আল্লাহপাকের (সুবহানাহু ওয়া তায়ালা) কাছে যাওয়ার সুযোগ করে দেয়। এসব পরীক্ষার আড়ালে থাকে বান্দার জন্য সীমাহীন কল্যাণ। প্রকৃতপক্ষে এই দুনিয়ার বুকে যেসব সমস্যার অস্তিত্ব দেখা তার পেছনে একটি ঐশ্বরিক প্রজ্ঞা থাকে। আর তা হচ্ছে, এসব পরীক্ষা বান্দাকে তার নশ্বরতা এবং তার জন্য আল্লাহর (সুবহানাহু ওয়া তায়ালা) সাহায্যের ভীষণ প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়া। -শায়খ ইয়াসির ক্বাদি আপনি অন্যের প্রতি উত্তম আচরণ দেখালেও কিছু লোকের কাছ থেকে হয়তো একই আচরণ আপনি পাবেন না। কিন্তু আপনি যদি মনোযোগী হন, তাহলে দেখতে পাবেন, আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) এমন লোকদেরও দুনিয়াতে পাঠিয়েছেন, যাদেও আচরণ আপনার চেয়েও উত্তম। -ইমাম ওমর সুলেইমান মোটিভেশনাল উইজডম বা ‘জ্ঞানের কথামালা’ বইটিতে রয়েছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুসলিম প্রাজ্ঞদের এক সিরিজ উত্তম উপদেশ। আমাদের বিশ্বাস, বইটিকে পাঠকরা তাদের জন্য উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচনা করবেন। আমরা এটাও আশা করছি, এসব চিরায়ত জ্ঞান তাদের জীবনের পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে। বইয়ের নাম: মোটিভেশনাল উইজডম (জ্ঞানের কথামালা) মূল: ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স, ডা. জাকির নায়েক, শায়খ হামজা ইউসুফ, মুফতি ইসমাইল মেনক্, ওমর সুলেইমান, ড. ইয়াসির ক্বাদি, শায়খ হাসান আলী, শায়খ ইয়াসির ফাজাগা, সংকলক: মারইয়াম ইউসুফ অনুবাদ: জিয়াউদ্দিন সাইমুম সম্পাদক: ইমদাদ খান প্রকাশনায়: মুসলিম ভিলেজ
ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস-এর জন্ম জ্যামাইকার কিংস্টনে। বেড়ে উঠেছেন কানাডার টরন্টোতে। সেখানেই ১৯৭২ সালে তিনি ইসলাম গ্রহণ করেন। মাদীনাহ ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইসলামিক অনুষদ থেকে বিএ ডিগ্রি (১৯৭৯) অর্জন করেন। এরপর বিয়াদের 'বাদশাহ সাউদ ইউনিভার্সিটি' থেকে আকীদাহর ওপর অর্জন করেন এমএ ডিগ্রি (১৯৮৫)। ১৯৯৪ সালে 'ওয়েলস ইউনিভার্সিটি' থেকে ইসলামি ধর্মতত্ত্বের ওপর পিএইচডি করেন। তার পিএইচডি'র বিষয় ছিল "The Exorcist Tradition in Islam"। সুদীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বিভিন্ন ইউনিভার্সিটিতে আরবি ভাষা, দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা ও এগুলোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এগুলোর মধ্যে রয়েছে 'প্রেস্টন ইউনিভার্সিটি-আজমান, ইউএই', 'কাতার গেস্ট সেন্টার, দোহা, কাতার', 'নলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রিয়াদ', 'অমদুরমান ইসলামিক ইউনিভার্সিটি, সুদান', 'প্রেস্টন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ, চেন্নাই, ভারত', 'ইসলামিক স্টাডিজ অ্যাকাডেমি, দোহা, কাতার'। ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সুবাদে জর্দানিয়ান পাবলিকেশন কর্তৃপক্ষ ড. বিলাল ফিলিপসকে "The 500 most Influential Muslims"-এর তালিকাতে স্থান দেয়। এ ইউনিভার্সিটিতে পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো মানুষ বিনামূল্যে ডিপ্লোমা এবং টিউশন ফি মুক্ত ব্যাচেলর অব আর্টস প্রোগ্রামে পড়াশোনা করতে পারে।