শ্রীকরুণাময় অধিকারীকে নিয়ে তাঁর শিষ্য-শুভাকাঙ্খী-স্বজনদের লেখায় বই ‘মাস্টারমশাই’। সম্পাদনা করেছেন বিপ্লব বালা। সম্পাদনা সহযোগী ছিলেন সিরাজুল আজম, সেলিম আলফাজ, বিষ্ণুপদ ঘোষাল এবং বাদল দাস। সদ্য প্রকাশিত বইটি আজ ফরিদপুরে এসে পৌঁছেছে। মাস্টারমশাই মানে ফরিদপুরের সবার শ্রদ্ধার ভালোবাসার সঙ্গীত গুরু শ্রীকরুণাময় অধিকারী। এই শহরে বসে সুরের সাধনায় তিনি গত কয়েক দশক ধরে কত শত মুখে বুলি ফুটিয়েছেন রাগরাগিণীর-সংগীতের, মনে ভাব জাগিয়েছেন রসের, তার হিসাব করে শেষ করা যাবে না। এ শহরে আজও একজন করুণাময় অধিকারী আছেন, একজন মাস্টারমশাই আছেন-- সেই আত্মপ্রসাদ নিয়েই এই বই। মাস্টারমশাইকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে এই বইয়ের লেখাগুলো তৈরি হয়েছে যদিও, কিন্তু এর ভেতর দিয়ে এই শহরের কিছু সময়ের চিত্রও ফুটে উঠেছে। এক অন্যরকমভাবে ইতিহাসই ধরে রাখা হয়েছে যেনো এখানে। অনেক ইতিহাস সন্ধানী এর অনেক লেখাতেই খুঁজে পাবেন ইতিহাসের নানান সূত্র। গুণি মানুষদেরকে বেঁচে থাকতে সম্মানিত করার প্রবনতা তো আমাদের নেই বললেই চলে। মাস্টারমশাইকে তাঁর জীবদ্দশাতেই তাঁর শুভাকাঙ্খী, শিষ্য, ছাত্র-ছাত্রীরা সম্মানিত করলো এই বইয়ের মাধ্যমে। সেও তো এক বড় ঘটনা। মাস্টারমশাইয়ের অসংখ্য শিষ্য এবং ছাত্র-ছাত্রীরা এই বইটি সংগ্রহ করার মাধ্যমে মাস্টারমশাইকে তাঁদের শ্রদ্ধা আর ভালোবাসাটুকু পৌঁছে দিবেন।