আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় এবং বীরত্বপূর্ণ অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ; আর মহত্তম অর্জন হচ্ছে গণমানুষের অংশগ্রহণে সমৃদ্ধ সেই যুদ্ধে বিজয় অর্জন । ঐতিহাসিক একাত্তর হঠাৎ একদিনে অগ্নিক্ষরা রক্তঝরা চরিত্র লাভ করেনি । ওই একাত্তরের পেছনে আছে উদ্দাম সত্তুর, বাঁধনছেঁড়া ঊনসত্তর, তরঙ্গমুখর ছেষট্টি বাষট্টি, তারও পেছনে আছে বায়ান্নোর রক্তভেজা পথ; এমনি আরও কতো লড়াই – সংগ্রামের উদ্দীপ্ত দিন পেরিয়ে তবেই আসে একাত্তর এবং গণসম্পৃক্ত হয়ে ওঠে মহান মুক্তিযুদ্ধ । তাই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কেবল রণক্ষেত্রের হতাহত বা ক্ষয়ক্ষতির খতিয়ান মাত্র নয়, বরং তা হয়ে উঠেছে এই ভূখণ্ডের জনগণের বহু বছরের আশা – আকাঙ্খা, শোষণ – বঞ্চনা, ক্ষোভ এবং দ্রোহের সমন্বয়ে গড়ে ওঠা অসামান্য জীবনালেখ্য । স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্মমুহূর্তে ধাত্রীপনার দায়িত্ব পালন করেছে যে মুজিবনগর, মুক্তিযুদ্ধের দিনগুলিতে সারা দেশেরই অন্য নাম হয়ে উঠেছিল যে মুজিবনগর, ইতিহাস নির্মাতা সেই মুজিবনগরকে বুকে ধারণ করে দক্ষিণ – পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা মেহেরপুর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছে । সেই অর্থে স্বতন্ত্র মহিমায় উজ্জ্বল ও গৌরবময় মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস যেন হয়ে উঠেছে গোটা বাংলাদেশের গর্বদীপ্ত মুক্তিযুদ্ধের সুবিশাল ইতিহাসেরর মুখবন্ধ । কথাশিল্পী রফিকুর রশীদ জন্মসূত্রে মেহেরপুরের মানুষ বলেই এ জেলার গ্রাম –গ্রামান্তরে ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধ এবং নিষ্ঠার সঙ্গে সময়ের ধুলোমালিন্য সরিয়ে বিস্মৃতপ্রায় ইতিহাসের দুর্লভ উপাদান সংগ্রহ করে মেলে ধরেছেন এ গ্রন্থে । বস্তুনিষ্ঠতার নিরিখে এখানেই সার্থকতা এ গ্রন্থের ।
শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে বর্তমানে এই প্রতিষ্ঠানেই সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোণা জেলার শ্যামগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা-মরহুম মােহাম্মদ আব্দুল হাই ও মাতা ফাতেমা বেগম। চার ভাই ও তিন বােনের মধ্যে তিনি সবার ছোট। ক্লাস এইটে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ তার মেধার অন্যতম স্বীকৃতি। ২০০৫ সালে তিনি শরীফুল আলম ভূঁইয়া (সুজন)’র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অরিন ও শাকীক তাদের একটি মেয়ে ও একটি ছেলে ।। উল্লেখযােগ্য গ্রন্থ : # কাঙ্ক্ষিত পুরুষ (কবিতা)। | বাণিজ্যিক প্রেমের সপ্তডিঙ্গা (কবিতা)। | হিমুর জন্য ভালবাসা (ছােটগল্প) এ এক ফালি সুখের আশায় (সম্পাদনা-ছােটগল্প) সম্মাননা ও পুরস্কার : | মাসিক ভিন্নমাত্রা লেখক সম্মাননা-২০১৫ | বৃহত্তর ময়মনসিংহ লেখক-সাংবাদিক ফাউন্ডেশন সম্মাননা-২০১৪ এ পাণ্ডুলিপি স্বাধীনতা স্মারক সম্মাননা-২০১৪ | পিস ওয়ার্ল্ড কবি নজরুল ইসলাম স্মারক।