ভাবনার করিডরে রুপালি চাঁদ উঁকিঝুঁকি মারলেও ফালি ফালি মেঘ প্রায়শই তাকে আড়াল করে রাখে। প্রকৃতির মতো আমরাও জীবনটাকে উপভোগ করতে চাই কিন্তু অক্টোপাসের মতো চারদিক থেকে যখন এই প্রকৃতিই আটকে রাখে তখন জীবনের মানেটা ভিন্নরকম হয়ে যায়। ধূসরিত জীবনের শুরুতে দাঁড়িয়ে উপন্যাসের নায়ক সুমন অতীত জীবনের শতসহস্র স্নেহলতায় ঘেরা নিবিড় গৃহকোণের খুঁটিনাটি স্মরণ করে বজ্রাহত বিটপীর মতো নির্বাক দাঁড়িয়ে ভাবছিল সবকিছু। জীবনটা কেমন ধূসর রঙে ছেয়ে গেল তার। মানুষের জীবনটা পাতকীর মতোই। কেননা চাওয়া এবং পাওয়ার যোগফলটা মুহূর্তকালও মেলানো সম্ভব হয় না। ‘ধূসর গোধূলি’ তাই সার্বজনীন হৃদয়ের আর্তনাদ। ভাবনার করিডরে রুপালি চাঁদ উঁকিঝুঁকি মারলেও ফালি ফালি মেঘ প্রায়শই তাকে আড়াল করে রাখে। প্রকৃতির মতো আমরাও জীবনটাকে উপভোগ করতে চাই কিন্তু অক্টোপাসের মতো চারদিক থেকে যখন এই প্রকৃতিই আটকে রাখে তখন জীবনের মানেটা ভিন্নরকম হয়ে যায়। ধূসরিত জীবনের শুরুতে দাঁড়িয়ে উপন্যাসের নায়ক সুমন অতীত জীবনের শতসহস্র স্নেহলতায় ঘেরা নিবিড় গৃহকোণের খুঁটিনাটি স্মরণ করে বজ্রাহত বিটপীর মতো নির্বাক দাঁড়িয়ে ভাবছিল সবকিছু। জীবনটা কেমন ধূসর রঙে ছেয়ে গেল তার। মানুষের জীবনটা পাতকীর মতোই। কেননা চাওয়া এবং পাওয়ার যোগফলটা মুহূর্তকালও মেলানো সম্ভব হয় না। ‘ধূসর গোধূলি’ তাই সার্বজনীন হৃদয়ের আর্তনাদ।