করোনা আমাদের জীবনে এক কঠিন আভিশাপ হয়ে দেখা দিয়েছে। শুধু আমাদের নয় সারা দুনিয়ার মানুষকে নাস্তানাবুদ করে দিয়েছে। প্রতিদিন মৃত্যুর মিছিলে আপনজন, প্রিয়জনের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি না। এমনি করোনাকালীন ভয়াবহ অবরুদ্ধ দিনগুলো নিয়ে রোজনামচা আকারে লিখেছেন কবি ও উন্নয়নকর্মী মামুন কবীর। বিজ্ঞান নিশ্চয় একদিন করোনার মতো ভাইরাসকে পরাস্ত করবে। শেষে ‘অবরুদ্ধতার দিনগুলি: করোনাকাল’ একটি দিনলিপি আকারে পাঠকের কাছে থেকে যাবে। আগামী প্রজন্ম একদিন (কোভিড-১৯) করোনার ভয়াল থাবা সম্বন্ধে জানতে পারবে। সাবলিল ভঙ্গিতে লেখা করোনাকালের গদ্যময় বইটি পাঠ করে পাঠক অবশ্যই করোনার ভয়াবহতার গভীরে প্রবেশ করতে পারবেন। তিনি শুধু করোনাকে তুলে আনেননি, তুলে ধরেছেন করোনাকালে মানুষের নৈতিকতা; রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটও অবলীলায় উঠে এসেছে মূল্যবান এ গ্রন্থটিতে। মার্চ ২০২০ থেকে জুন ২০২০ পর্যন্ত করোনাকালে প্রতিদিন মানুষের যাপিত জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো নান্দনিক উপস্থাপনার কারণে পাঠককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস। আনোয়ার কামাল কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক সম্পাদক- ‘এবং মানুষ' (সাহিত্য বিষয়ক ছোটকাগজ) ঢাকা।