আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাতে চাই। আর তা হলো- হাল ছাড়বেন না! হ্যা আপনি ঠিকই দেখছেন, আমি আপনাদেরকে হাল না ছাড়তে বলেছি। সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তিদের মধ্যে একটাই তফাৎ- একদল হাল ছেড়ে দিয়েছে, আরেকদল ছাড়েনি। আপনি যদি নিজেকে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে চান, তাহলে অবশ্যই হাল ছাড়বেন না। নিজের ভালো লাগার পেছনে, স্বপ্নের পেছনে, প্যাশনের পেছনে আন্তরিক হয়ে লেগে থাকুন। একটা কথা মনে রাখবেন, আপনার কোন কাজ ভালো লাগে, এর মানে হচ্ছে আপনি উক্ত কাজটি বেশ ভালোভাবে করতে পারেন, ঐ কাজটি বেশ ভালো বোঝেন। আর এইটুকু তো সত্য যে, যেই কাজটি আপনি ভালো বোঝেন এবং ভালোভাবে করতে পারেন, সেই কাজে আপনার গুরুত্ব অবশ্যই রয়েছে। মানে হচ্ছে, আপনি একইসাথে আপনার ভালো লাগার কাজে যোগ্য এবং গুরুত্বপূর্ণ। তাই নিজের লক্ষ্যকে কেন্দ্র করে পথচলার পসরা সাজিয়ে নিন। ব্যবসা যদি আপনার ভালো লাগার জায়গা না হয়, তাহলে ব্যবসা ছেড়ে দিতে পারেন। অন্যকিছু করতে পারেন। কিন্তু ব্যবসায়িক ফিল্ড যদি আপনার ভালো লাগার জায়গা হয়ে থাকে, তাহলে অবশ্যই নিজের সর্বশক্তি নিয়োগ করে ভালো করার চেষ্টা করুন। কখনোই হাল ছাড়বেন না। আমাদের পুরো জীবনটাই উত্থান এবং পতনের গল্প। ব্যবসায়িক জগত এর থেকে আলাদা নয়। ব্যবসায় সুসময় আসবে, দুঃসময় আসবে। সুসময় আমাদের মাথাব্যথার কারণ নয়। কিন্তু দুঃসময় আমাদের সবার জন্যই মাথাব্যথার কারণ। আমরা অনেকেই চাপ সইতে না পেরে, আচমকা আগত পরিস্থিতির সাথে লড়াইয়ে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেই। ফলে আমাদের আকাঙ্ক্ষিত সফলতা আর পাওয়া হয় না। ব্যর্থতার জীবন নিয়ে এগোতে হয় সবসময়ই। আপনি যদি নিজেকে সফলদের কাতারে দেখতে চান, তাহলে দুঃখকষ্ট এবং দুঃসময়ের নির্মম বাস্তবতাকে মেনে নিয়েই আপনাকে কাজ করতে হবে। আপনাকে বুঝতে হবে, আপনার জন্য কষ্টকর সময় অপেক্ষা করছে সুনিশ্চিতভাবেই। আপনি চাইলেও এসব এড়াতে পারবেন না। সময়ে সময়ে আপনি ধাক্কা খাবেন, এই ধাক্কা মোকাবেলায় আপনার ধৈর্য্য থাকতে হবে, বিকল্প পরিকল্পনা থাকতে হবে। একেকটা সমস্যাকে ব্যাকআপ দেবার জন্য আলাদা আলাদা সমাধান বের করে এগোতে হবে প্রতিনিয়ত। পুরো ব্যাপারটাই একটা জার্নি। কখনো আপনি উপভোগ করবেন, কখনো আপনি বিপদে পড়বেন। বিপদ পেরিয়েই আপনাকে এগোতে হবে। থেমে গেলেই হেরে যাবেন। গন্তব্যে পৌঁছানো হবে না। সো, এনজয় দ্য জার্নি!