"মুক্তিযুদ্ধের দিনগুলি" বইটির ভুমিকা থেকে নেয়াঃ বাঙালি জাতির শ্রেষ্ঠতম অধ্যায় হলাে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানেরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ অন্ধকার রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর ঝাপিয়ে পড়ে। হানাদার বাহিনী সেই রাতে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযােগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল এবং মেডিক্যাল কলেজের বিভিন্ন ছাত্রাবাস ও হল, রাজারবাগ পুলিশ লাইন এবং পিলখানায় ইপিআর ব্যারাকে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তানি হানাদার বাহিনীর চালানাে ওই হামলা মধ্যযুগীয় কায়দার বর্বরতাকেও হার মানায়। ওই হামলা পরবর্তীতে বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটায়। মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অহংকার। আমাদের মুক্তিযুদ্ধের স্থায়িত্বকাল ছিল মাত্র নয় মাস। ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলােমিটারের বাংলাদেশে নয় মাসে ত্রিশ লক্ষ নিরীহ মানুষের নৃশংস হত্যাকাণ্ড, দুই লাখের অধিক নারীর ওপর পাশবিক নির্যাতন, এক কোটি মানুষকে দেশ ত্যাগে বাধ্য করা, কয়েক কোটি মানুষকে অভ্যন্তরীণভাবে স্থানচ্যুত করা এবং শত শত জনপদে ধ্বংসের এ ধরনের নজির মানব জাতির স্মরণকালের ইতিহাসে দ্বিতীয়টি নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে আছে এদেশের ছাত্র-যুবক, কৃষক-শ্রমিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সৈনিক, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, হিন্দুমুসলিম, খ্রিস্টান-বৌদ্ধসহ সব শ্রেণির মানুষের রক্তদানের স্মৃতি। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়ােজন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরােক্ষভাবে প্রায় পুরাে জাতি অংশগ্রহণ করেছিলেন। কিছু চিহ্নিত বিশ্বাসঘাতক ছাড়া দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য এতবড়াে রক্তক্ষয়ী স্বাধীনতার সংগ্রাম সাম্প্রতিককালে আর হয়নি। স্বাধীনতা সংগ্রামের কাঙ্ক্ষিত বিজয় অর্জনের লক্ষ্যে জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে সাবেক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, ছাত্র-যুবক, কৃষক-মজুর, ব্যবসায়ী, শ্রমিকসহ সব শ্রেণির সব সম্প্রদায়ের মানুষ নিয়ে গঠিত হয় মুক্তিবাহিনী। তাঁরা দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলােতে অবস্থান ও নামমাত্র ট্রেনিং নিয়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুসেনার ওপর। মুক্তিবাহিনী ও ভারতীয় সেনা বাহিনীর সমন্বয়ে গড়ে তােলা হয় যৌথবাহিনী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। অবসান হয় রক্তক্ষয়ী যুদ্ধের। বাংলার আকাশে আবার উদিত হয় স্বাধীনতার লাল টকটকে রক্তিম সূর্য। বাঙালি পায় তাদের স্বাধীন দেশ, স্বাধীন ভাষা, স্বাধীন লাল সবুজের পতাকা এবং চির-কাক্ষিত স্বাধীনতা।