গল্পের জীবন নাকি জীবনের গল্প-সমাজমনস্ক গল্পকারের বিবেচনায় কোনটি মুখ্য প্রণিধানযোগ্য, সেই কূটতর্কের জালে নিজেকে না জড়িয়ে কথাশিল্পী রফিকুর রশীদ গল্প রচনা করেন মানবজমিনের সবুজ শ্যামল চত্বরে পরিব্রাজকের মতো পা ফেলে ফেলে জীবনের অম্লমধুর নির্যাস গ্রহণের মধ্য দিয়ে। মানুষ মাত্রই থিতু হয়ে দাঁড়াতে চায়। মাথার উপরে উদার আকাশ, চারপাশে আদিগন্ত সবুজ মাঠ কিংবা এক ফালি উধাও নদী এবং পায়ের তলে জমাট মাটি-এই সব মিলিয়ে মানুষের দাঁড়াবার আয়োজন। এই শ্যামল কোমল মাটির বুকে কত না বিচিত্র শেকড় ছড়িয়ে জীবনরস আহরণ, এই রোদবৃষ্টিতে ভিজে পুড়ে ঊর্ধ্বমুখী ডালপালা মেলে ফুলে-ফলে ভরিয়ে তোলার স্বপ্ন নিয়েই বেঁচে থাকে জীবনবৃক্ষ। অথচ এই দেশে এই সময়ে সেই মানববৃক্ষ কতভাবেই যে শেকড়বাকড় উপড়ে হয়ে চলেছে উন্মূল, উদ্বাস্তু, ঠিকানাবিহীন-কে বলবে সেই কথা! সাম্প্রতিক অতীতে দৃশ্যাতীত এক অচেনা ঘাতক গোটা মানব সভ্যতার শেকড় ধরে যে প্রবল ঝাঁকুনি দিয়েছে, তাতে আমাদের প্রতিটি রাত্রিদিন হয়ে উঠেছে আতংকিত, উৎকণ্ঠিত। মৃত্যুদূতের প্রকট চোখ রাঙানি প্রতি মুহূর্তে জীবনের স্পন্দনকে থমকে দিতে চাইছে। তবু মানব কি মেনেছে পরাভব? অস্তিত্বের লড়াই কি থেমে গেছে? দুর্জ্ঞেয় নিয়তির কাছে অসহায় আত্মসমর্পণের ছবি নয়, এ গ্রন্থের প্রতিটি গল্পে রফিকুর রশীদ অসামান্য শৈল্পিক নৈপুণ্যে এঁকেছেন আমাদের আতংকিত রাত্রিদিনের চালচিত্র।
রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।