বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া ঈশা খাঁ-র সঙ্গে মানসিংহের যুদ্ধের গল্পটা জানা থাকলেও দেশপ্রেমিক সংগ্রামী এই বীরযোদ্ধার বীরত্বের অনেক কাহিনি আজও অনেকের অজানা। ইতিহাসে ঈশা খাঁ এতটাই উপেক্ষিত যে, এজন্য ইতিহাসকে যদি হাতকড়া পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যেত, তাহলে তা সমুচিত হতো। বাংলার মাটিতে জন্ম নেওয়া এই মহানায়কের জীবন ছিল রূপকথার রাজপুত্রের মতোই ঘটনাবহুল। সতেরোটি বছর তাঁর কেটেছে মতোই ঘটনাবহুল। সতেরোটি বছর । দুর্দম্য সাহস আর দেশপ্রেমকে পুঁজি করে বাংলার মৃত্তিকার এই সূর্যসন্তান প্রবল পরাক্রমশালী মোগল রাজশক্তির বিরুদ্ধে আমরণ লড়ে গেছেন বীরবিক্রমে। কখনো পরাজয় স্বীকার করেননি। ইতিহাস ঈশা খাঁ-কে উপেক্ষা করলেও তিনি এখন নিজেই ইতিহাস। দেশপ্রেম, বীরত্ব ও বৈপ্লবিক আদর্শের মূর্ছনায় সুদীপ্ত বর্ণমালায় রচিত এই ইতিহাসের উজ্জ্বল পৃষ্ঠাগুলো ছড়িয়ে রয়েছে বাংলাদেশের বিশাল বুকজুড়ে। ভাঁটি বাংলার ইতহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সুদীর্ঘ, সমৃদ্ধ এবং বহুবিস্তৃত। ইতিহাস ও সাহিত্যের যুগলবন্দিতে সুদূর অতীতের জঠর থেকে নানা খুঁটিনাটি বিষয়ও তুলে আনা হয়েছে বইটিতে, যা একটি ভূখণ্ডের জনমানুষের আনন্দ বেদনার এক দলিলও বটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের পরিসমাপ্তি। দৈনিক “দ্য পিপল” পত্রিকায় সাংবাদিকতা পেশায় হাতেখড়ি। সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোটাপ্রথার শুভঙ্করের ফাঁকিতে পড়ে বাধ্য হয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরিতে যোগদান। জনসংযোগ বিভাগসহ দু-দশক ব্যাংকের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন কালেও সাহিত্যসাধনার দুর্নিবার স্বপ্ন-আকাক্ষায় মন অনুরণিত ছিল। প্রতিনিয়ত সাহিত্যচর্চার পরাজুখ পরিবেশে কাজ করার ওই সময়কালেও বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে, বিশেষ করে দৈনিক ইত্তেফাকের বিভিন্ন বিভাগে নিয়মিত লেখালেখি অব্যাহত ছিল। বাজারে হঠাৎ চালের মূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়ায় একজন অর্থমন্ত্রী কর্তৃক দেশবাসীকে ভাতের বদলে সিদ্ধ বাঁধাকপি খাবার পরামর্শের সমালোচনা করে “দ্য ডেইলি স্টার”-এ একটি উপ-সম্পাদকীয় লেখায় কর্তৃপক্ষের কোপনলে পড়ে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ। এরপর দীর্ঘদিন ‘দ্য ডেইলি স্টার’-এ “বাই দ্য নাম্বার’ শীর্ষক একটি নিয়মিত সাপ্তাহিক কলাম লেখায়। ব্যাপ্ত থাকা। দ্য ডেইলি স্টার’-এর সুবাদে বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় কয়েকটি লেখা পুনর্মুদ্রিত হয় এবং কিছু লেখা বিভিন্ন সংকলনে সংস্থিত হয়। বিদেশে অবস্থানহেতু লেখালেখিতে সাময়িক ছেদ পড়ে। বর্তমানে ডেইলি সান’-এর সাথে সংশ্লিষ্টতার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক গবেষণায় সম্পৃক্ত।