প্রথম কথাই হলাে, যুদ্ধ একটা সামরিক প্রক্রিয়া। একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সশস্ত্র যুদ্ধ। এখানে রাষ্ট্রের সঙ্গে ধর্ম, গােত্র, জাতীয়তা ইত্যাদি শব্দও যােগ হতে পারে। তা যুদ্ধটা রাষ্ট্র, ধর্ম, মতবাদ যার সঙ্গেই হােক সেটা সশস্ত্র এবং সামরিক প্রক্রিয়া। একটা যুদ্ধে শুধু আহত, নিহতের সংখ্যাও শুধু নয়, সাথে যােগ হয় সম্ভ্রম হানি ও ভয়াবহ স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিনাশ। কেউ মানুষ হারায়, কেউ মান হারায়, কেউ সম্পত্তি হারায়, কেউ ঠিকানা হারায়। যুদ্ধ যথার্থ ভয়াবহ এক বিধ্বংসী প্রক্রিয়া। এখন বিশ্বব্যাপী গণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরাও করােনা যুদ্ধ, করােনা যােদ্ধা, এমনকি এই বংলাদেশে করােনা শহীদ-এর মতাে শব্দ ব্যবহার করছেন। আপাতভাবে এ শব্দগুলা শুনতে ভালাে লাগে। আপাতভাবে যুদ্ধের সঙ্গে করােনা ভাইরাসকে তুলনা করতে আরামও লাগে। কিন্তু যুদ্ধ আর ‘জরুরি চিকিৎসা (medical emergency) এক নয়। রাষ্ট্রনায়ক, সিনেমার নায়ক, মিডিয়া যতবার খুশি করােনা যুদ্ধ, করােনা যুদ্ধ বলে চেঁচাক না কেন আদতে এটা কোনাে যুদ্ধ নয়। ঋত্বিক রােশন আর টাইগার শ্রফ যতই মারামারি করুক, সিনেমার নাম ‘ওয়ার’ হলেও সেটা যেমন আসল যুদ্ধ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬ থেকে সাড়ে আটকোটি মানুষ মারা গেছে। বলে ধারণা করা হয়। আমাদের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ জীবন।
মুম রহমান। পুরাে নাম মুহম্মদ মজিবুর রহমান। জন্ম ২৭ মার্চ, ১৯৭১ সাল। বাবা : মাে. মুসলেহ উদ্দিন। মা : তাহেরুন্নেসা। দেশে এবং দেশের বাইরে উল্লেখযােগ্য পত্র-পত্রিকায় অসংখ্য গল্প-উপন্যাস-নাটক-প্রবন্ধ-অনুবাদ প্রকাশিত হয়েছে। সম্প্রতি ব্যস্ত টিভি নাটক আর বিজ্ঞাপনের স্ক্রিপ্ট নিয়ে। প্রথম রচিত ও অভিনীত টিভি নাটক এক চিলতে আকাশ ১৯৮৮ সালে বিটিভিতে প্রচারিত । কাজ করেছেন মঞ্চ ও বেতারে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে নাট্য রচনায় এমএ । পত্র-পত্রিকা ও বিজ্ঞাপনী সংস্থায়ও কর্মরত ছিলেন । বর্তমানে ইংরেজি মাধ্যমের এক স্কুলে নাট্যশিক্ষক হিসাবে কর্মরত। সাকিরা পারভীনকে নিয়ে তৈরি করেছেন আর্ট জোন নামের সংস্থা; যেখানে নাট্যরচনা, আবৃত্তি, বনসাই তৈরির মতাে বিষয়ে ভিন্ন ধারার প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন তিনি।