সব্যসাচী লেখক কবি, ঔপন্যাসিক, গীতিকার ডাঃ আকন আবু বকর-এর রোমান্টিক ভাবনার মিশেলে হেমন্ত-বসন্ত বন্দনার এক মনোরম আখ্যান এই কাব্যগ্রন্থ 'তবুও বসন্ত আসে'। সন্ধ্যা নদীর জোয়ার-ভাটায় যাঁর শৈশব কৈশোর চমকিত হতো সেই যুবকও একদিন রোমাঞ্চিত হয়ে ওঠেন ধানসিঁড়ি নদীর অপরুপ রূপে। তারপর একদিন সোনালি ডানার চিল তাকে ভালোবাসতে শেখায় বাংলার নদী মাঠ নক্ষত্রের রাতে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ভাবশিস্য কবি কথাসাহিত্যিক আকন আবু বকর। যার কবিতায় মূর্ত হয়ে ওঠে আবহমান বাংলার রূপ, রস, বর্ণ, গন্ধ। তাঁর কবিতায় দ্রোহ সবসময় উজ্জ্বল হয়ে ধরা দেয়। দেশপ্রেম তার কবিতাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। কবি ছন্দের কারুকাজে অনন্য এক কৌশলী নির্মাতা। কবিতার অভ্যান্তরিন সৌন্দর্য-উপমা উতপ্রেক্ষা তুলনা অলংকার ও মিথের ব্যবহার তাঁর কবিতায় আলাদা এক খুশবু ছড়ায়। পেশায় সার্জন হলেও তিনি আপদমস্তক কবি, ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক। যাঁর লেখাকে পরাবাস্তববাদের একটা মিষ্টি আভা সব সময় আলোকিত করে। সাহিত্য চর্চার পাশাপাশি মানব সেবার ক্ষেত্রেও তিনি অনন্য। এই মহান কাজে তিনি জীবনের সাথে আপোস করেন না। চন্দ্রদ্বীপের প্রাকৃতিক নিসর্গ যেমন কবি জীবনানন্দ দাশের লেখনিকে প্রভাবিত করেছে তেমনি কবি আকন আবু বকরও লিখে চলেছেন প্রায় তিন যুগ। আমার বিশ্বাস রোমান্টিক ঘরনার কবি আকন আবু বকরের এই কবিতার সপ্তডিঙা মধুকর বহুদূর যাবে যেখানে শঙ্খমালা পথ চেয়ে আছে নৈবেদ্য নিয়ে। "তবুও বসন্ত আসে" কবি'র ১৫তম কাব্যগ্রন্থ। অমর একুশে বইমেলা ২০২১ কবি'র এই কাব্যগ্রন্থ অন্যবারের মতো লুটে নেবে ব্যাপক পাঠকপ্রিয়তা। এই কামনায়। মাহবুব খান কবি, ঔপন্যাসিক প্রতিষ্ঠাতা মহাসচিব অনুশীলন সাহিত্য পরিষদ।