‘লকডাউনের পাণ্ডুলিপি’ হচ্ছে সারাবিশ্ব তছনছ করা করােনা ভাইরাসের গল্প। চীনের উহান প্রদেশ থেকে পারমাণবিক বিস্ফোরণের মতাে কোভিড-১৯ ভাইরাসের বিশ্বজুড়ে অস্বাভাবিক দ্রুত ছড়িয়ে পড়া ও করােনা আক্রান্ত হয়ে অগণিত মৃত্যুর আতঙ্কে অন্যান্য দেশের মতাে বাংলাদেশেও সবকিছু লকডাউন হয়ে যায়। ২০২০ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত আমার লকডাউনের দিনলিপি হলাে এই গল্পগুলাে। এই পাণ্ডুলিপি শুরু হয়েছে করােনা ভাইরাসের আতঙ্কে বাংলাদেশ আতঙ্কিত হওয়ার গল্প দিয়ে। এতে আছে করােনাবাহক প্রবাসীদের দেশে ফিরে সকলের অগােচরে সফলভাবে মানুষের সাথে মিশে যাওয়ার গল্প, করােনা আক্রান্ত হয়ে ঢাকার প্যারিস রােডে শিশুর মৃত্যু ও মিরপুর ১২ নম্বরের পঞ্চাশাের্ধ বৃদ্ধের মৃত্যুর বিভীষিকাময় এক মরণকালের গল্প। বাসার ভাড়া না পেয়ে ভূতুড়ে রাতে ভবন মালিকের করুণ হাহাকারের গল্প আর সমাজের অভ্যন্তরে আর্থিক সংকট ও দুর্ভিক্ষের সংকেত হলাে এই লকডাউনের পাণ্ডুলিপি। লকডাউনে গার্মেন্টস বন্ধ করে সপ্তাহখানেক পর আবার খুলে দেওয়ার কথা বলে শ্রমিকদের আসতে বলা হয়। যানবাহনহীন রাস্তায় পিক-আপে করে শ্রমিকরা আসার পর আবার বন্ধ ঘােষণায় তাদের অবর্ণনীয় ভােগান্তি ও দুর্দশার গল্প আছে বইটিতে। নারায়ণগঞ্জ শহরের দরিদ্র রিকশাচালকদের অনটনের গল্প করুণ রাতের রিকশা এবং লকডাউনের সময় আমার যশাের, মাগুরা, রাজবাড়ি, মানিকগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম ও কিশােরগঞ্জ। ভ্রমণের গল্প হচ্ছে দীর্ঘাত্রার রাত। সবশেষে আছে টিকেট যার, ভ্রমণ তার এই প্রচারে বাংলাদেশের অনিয়ন্ত্রিত রেল ব্যবস্থার প্রতি অনাস্থা ও লকডাউন শেষ হতেই শুরু হওয়া ঢাকা শহরের অনিঃশেষ যানজটের গল্প।