বিবাহ বিসংবাদ রামচন্দ্র দাসের কয়েকটি গল্পের এক অতুলন সংগ্রহ। বিন্দুতে সিন্ধু যেন। গল্পের ছলে এখানে উঠে এসেছে জীবনের গূঢ় সত্যসার। বিচিত্র সব বিষয়ের সমাহার মলাটবদ্ধ হয়ে পাঠককে দীপিত করে চলে। আমরা পড়ি, ভাবিত হই এবং লেখকের স্বতন্ত্র সাহিত্যশৈলীময় নতুন গল্পরীতিতে মুগ্ধ হই। গল্পের জমিনে পলি সঞ্চার করে লেখকের গভীর জীবনবোধ, মৃত্যুচেতনা এবং শুভাশুভ ধারণা। ব্যক্তিগত বিবাহ বিসংবাদ থেকে বাঙালি জাতির শ্রেষ্ঠ সময় মুক্তিযুদ্ধ এখানে এসেছে উপজীব্য হয়ে। বর্ণনাত্মক রীতির গল্পের পাশাপাশি সংলাপবহুল গল্পেরও উপস্থিতি আছে এই গল্পগ্রন্থে। গল্পগুলোর ভাষা-নিপুণতাও প্রশংসনীয়। মান-বাংলার সমান্তরালে আঞ্চলিক ভাষারীতির সার্থক ব্যবহার ভিন্নতর কথাসাহিত্যিক রূপকল্প জন্ম দিয়ে চলে। পাঠকের জন্য এ এক অনিন্দ্য উপহার। ‘বাংলা ছোটগল্প কী মরে যাচ্ছে’Ñ এ প্রশ্ন তুলেছিলেন প্রখ্যাত কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস। রাম চন্দ্র দাসের ‘বিবাহ বিসংবাদ’ শীর্ষক বর্তমান গল্পগ্রন্থটি পাঠ করে আমরা বলতে পারিÑ বাংলা ছোটগল্প মরে যাচ্ছে না বরং নতুন এবং শক্তিশালী বাঁক নিচ্ছে। বুলবুল চৌধুরী বিশিষ্ট কথাসাহিত্যিক একুশে পদক, বাংলা একাডেমি পদকসহ বহু সাহিত্য পুরস্কারে ভূষিত।
জন্ম : ১৫ মার্চ, ১৯৬৩ খ্রিষ্টাব্দ। মা সন্ধ্যা রানী দাস, বাবা নারায়ণ চন্দ্র দাস। জন্মস্থান : খাগজানা, উপজেলা : কালুখালি, জেলা : রাজবাড়ী। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা গ্রামের খাগজানা স্কুলে। অতঃপর পাংশা জর্জ হাই স্কুল ও পাংশা কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ¯œাতকসহ মাস্টার্স এবং ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা সম্পন্ন করেন। ইচ্ছে ছিল শিক্ষক হবার, তা হয়নি। নবম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনে বিভিন্ন পদে চাকরির এক পর্যায়ে শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে তিন বছরেরও অধিককাল কর্মরত ছিলেন। পরবর্তীতে ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হন। এরপর বরিশাল বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক। একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তি রাম চন্দ্র দাস একাধারে কবি, কথাসাহিত্যিক, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। লেখালেখির শুরু কবিতা দিয়েই। ছাত্রজীবন থেকে এ পর্যন্ত বেশ কিছু পত্রপত্রিকায় তাঁর লেখা কবিতা ও গান প্রকাশিত হয়েছে। নিজের লেখা অসংখ্য গানে নিজেই সুর করে সকণ্ঠে গেয়েছেন শিল্পী রাম চন্দ্র দাস। তাঁর লেখা গান, ‘রাম সঙ্গীত’ নামে পরিচিত। তিনি বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত গীতিকার ও সংগীতশিল্পী। ইতোপূর্বে ‘আমি ছুঁয়েছি স্বাধীনতাকে’, ‘শ্যামল সন্ধ্যার কাব্য’, ‘যদি এই বাংলায় আসো’, ‘দাবায়ে রাখতে পারবা না’ এবং ‘নদীর কাছে শেখা জীবনের পাঠ’ নামে তাঁর পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘বিবাহ বিসংবাদ’ রাম চন্দ্র দাসের প্রথম গল্পগ্রন্থ।