সুস্মিতা গল্পের মানুষ। সমাজের নানা বিষয়কে উপজীব্য করে গল্প লেখেন বলেই তাঁর প্রতিটি গল্প স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল। প্রতিটি গল্পের স্বাদ ও ভিন্ন রকমের। ‘টেবিল নম্বর ১৭’ বইটিতেও সামাজিক প্রেক্ষাপটকে ভিত্তি ধরে প্রেম, হরর, থ্রিলার, ভৌতিক, শিশুতোষ, ফ্যান্টাসি- এমন বিভিন্ন বিষয়ের সন্নিবেশ ঘটানো হয়েছে ১৭টি গল্পের মাধ্যমে। ‘টি ট্রলি’, ‘অপারেশ স্যার’, ‘স্বপ্ন ভয়ংকর’, ‘রাত্রি আতঙ্কের’ এবং ‘খোঁজ’ গল্পগুলোতে যেরকম একই সাথে ফুটে উঠেছে হরর, সাইকোলজিক্যাল থ্রিলার কিংবা ভৌতিক আবহের অদ্ভূতুড়ে ছটা; তেমনি ‘ফেরা’ আর ‘রেহানের সাথে একদিন’ গল্পে মিশে আছে ফ্যান্টাসি। প্রেম কিংবা বিরহের আবেশ পাওয়া যায় ‘টেবিল নম্বর ১৭’, ‘আজব ভালোবাসা’, ‘পরকীয়া’ এবং ‘নিষ্প্রাণ অপেক্ষা’ গল্পে। অনুভূতির বাস্তব মিশেল যেন এক অব্যক্ত কথামালার সৃষ্টি করেছে ‘বাকের ভাই’, ‘কোকো’, ‘মেহমান’ ও ‘কিছু বলতে চাই’ গল্পগুলোতে। চিকিৎসক জীবনের অনেক না বলা কথাও অত্যন্ত দক্ষতার সাথে আবেগের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছে ‘কসাই ডাক্তার’ এবং ‘কাচের ওপাশে’ গল্পে। কোন নির্দিষ্ট বিষয় বা কাহিনীতে সীমাবদ্ধ নয়। বরং হরেক রকম অনুভূতির সমন্বয়ে রচিত ‘টেবিল নম্বর ১৭’।
জন্ম ১১ ডিসেম্বর। জন্মভূমি ফরিদপুর হলেও বেড়ে উঠেছেন রাজধানী ঢাকায়। পড়াশােনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ এ এম,বি,বি,এস পাশ করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ থেকে স্নাতকোত্তরে ‘জনস্বাস্থ্য বিষয়ে পড়াশােনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অন্তর্গত প্রতিষ্ঠান নিপসম থেকে। সুস্মিতা পছন্দ করেন। নতুন কিছু শিখতে এবং নানান রকম শৌখিন কাজ করতে। যুক্ত আছেন শিশু বিষয়ক সচেতনতা ও উন্নয়নে কর্মরত প্রতিষ্ঠান- ‘চাইল্ড সেন্ট্রিক ক্রিয়েটিভ সেন্টার এর সাথে মাত্র ৬ বছর বয়সে হােমওয়ার্ক খাতায় টুকটাক গল্প আর ছড়া লেখার সূত্রপাত। ১৯৯৯ সালে দৈনিক ইত্তেফাক এর ‘কচিকাঁচার আসর’ এ প্রথম ছড়া এবং একই বছর দৈনিক প্রথম আলাে’র ‘গােলাছুট' এ প্রথম গল্প প্রকাশিত হয়। ২০০৭-১২ সালে ছড়া-কবিতা, গল্প মিলিয়ে প্রায় ৫০ এর অধিক লেখা দৈনিক পত্রিকা, রহস্যপত্রিকা, কিশাের তারকালােকসহ অন্যান্য মাসিক ম্যাগাজিনে প্রকাশ হয়েছিল। ২০১২ সালে দৈনিক সকালের খবর ‘ভালােবাসা দিবস সংখ্যায় তার হঠাৎ ভালােলাগা গল্পটা প্রথম স্থান অধিকার করে নেয়। ভালােবাসেন সমসাময়িক এবং হরর গল্প লিখতে। এ পর্যন্ত তার লেখা মােট গল্পের সংখ্যা ৬০ এর ওপরে। তার লেখা প্রথম বই- ‘সােয়েটার প্রকাশিত হয়। পরিবার পাবলিকেশন্স থেকে ২০২০ সালে।