কবি, লেখক, গবেষক, সম্পাদক ও প্রকাশক ৫ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ঘনিমহেষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে ঢাকা বসাবস করেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠক ‘মুক্ত আসর’ প্রতিষ্ঠাতা ও সভাপতি। বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সাধারণ সম্পাদক। এছাড়া প্রথম আলো বন্ধুসভা, গণিত অলিম্পিয়াড, বিজয়ফুলসহ নানা সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। প্রকাশক ‘স্বপ্ন ’৭১ প্রকাশন’। সম্পাদনা করছেন মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক ‘স্বপ্ন ’৭১ ও বইবিষয়ক পত্রিকা ‘বইচারিতা’। তাঁর উল্লেখযোগ্য সম্পাদনা ও সংকলন: ‘বৈশাখীর দীপ্ত’, ‘মুক্তিযুদ্ধ রেডিও’, ‘দীপ্তহিয়া’, ‘আলোকবর্তিকা’, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’, ১০০ শব্দের গল্পসংকলন ‘শত কথার শত গল্প’ (প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ খণ্ড)। যৌথগ্রন্থ: ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ ও ‘The Concert for Bangladesh1971 United Friends of Bangladesh’. পরিকল্পনা মন্ত্রণালয়ের সামাজিক গবেষণা পর্ষদের একজন গবেষক। পুরস্কার: সেরা সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা (২০১০)।