“আমার রাজনীতি হচ্ছে জনগণের ভােট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করতে চাই; যেখানে দেশের সংখ্যা গরিষ্ঠ দরিদ্র জনগণ এক মানবেতর জীবন-যাপন করে ঠিক তাই। শেখ হাসিনা তথা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে দেশের সর্বস্তরের সাধারণ মানুষের জন্য। পিতা শেখ মুজিবের পথ ধরেই তাঁর রাজনীতির অগ্রযাত্রা। মানুষকে কিছু দান করতে পারলেই তিনি আনন্দ পান। আত্মত্যাগ-ই তাঁর রাজনীতিরর প্রধান উদ্দেশ্য। ত্যাগ, সংগ্রাম, এগিয়ে চলা-ই তাঁর স্বপ্ন। তিনি মুজিববর্ষে দেশের গৃহহীন মানুষকে পাঁকা বাড়ি উপহার দিয়েছেন। আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গঠনের রূপকার তিনি-ই। তাঁর হাত ধরেই বাংলাদেশ পৌঁছে গেছে বিশ্ব দরবারে। বাড়ছে রেমিট্যান্স স্ফিত হচ্ছে প্রবৃদ্ধির হার। তিনি শিল্পী। রূপময় বাংলাদেশের নন্দিত শিল্পী। তিনি প্রকৃতির শিল্পী। তিনি পড়তে ভালােবাসেন লিখতে ভালােবাসেন। হাজারাে কাজের মাঝে চলছে তাঁর লেখনি। তিনি কথায় নন কাজে বিশ্বাসী। মেট্রোরেল, ফ্লাইওভার, উড়াল সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ অনেক বড়াে বড়াে কাজ করে সারা বিশ্বকে চমকে দিয়েছেন। তার সফল নেতৃত্বে ক্রমশ-ই বদলে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখন উন্নয়ন-অগ্রযাত্রায় সারা বিশ্বের রােল মডেল। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নিয়ন্ত্রণে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি একজন সাদা মনের মানুষ ও কোমল হৃদয়ের অধিকারী। রােহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তিনি কেঁদেছেন। তিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়েছেন। লক্ষ লক্ষ নির্যাতিত রােহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে তিনি “মাদার অব হিউম্যানিটি” উপাধি পেয়েছেন। সত্যিই তিনি জননী-শ্বাশত জননী-মানবতার জননী মানবতার জননী শেখ হাসিনা।