মহান আল্লাহ্ কুরআনে বলেন : “আমি কুরআনে মানুষের জন্যে সব ধরনের উদাহরণই পেশ করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।” প্রশ্ন যদি হয় কুরআন কি? সোজাসাপটা উত্তর হবে একটাই, তা হলো কুরআনই মহান আল্লাহর বাণী বা কথা। আল্লাহর আদেশ—নিষেধ, ভালো—মন্দ, বেহেশত— দোযখ, পশু—পাখি, পৃথিবী—আকাশমণ্ডলী এবং সকল সৃষ্টির বিবরণ সম্বলিত একটি গ্রন্থ। যা দয়াময় আল্লাহর নিকট থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর কাছে মানুষের জন্য প্রেরিত হয়েছে। সে মানুষ যে ধর্মের অনুসারীই হউক না কেন। হউক সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, ইয়াহুদী। যদি প্রশ্ন করা হয় কুরআন পাঠের প্রয়োজনীয়তা কী? উত্তর হবে কুরআন মহান আল্লাহর কথা, এটি পাঠ করতে আল্লাহ বলেছেন। অর্থাৎ কুরআন পাঠ করা ফরয। তারপরও যে কথাটি অতি গুরুত্বপূর্ণ তা হলো দয়াময় আল্লাহ কুরআনে কি বলেছেন আমাদেরকে তা জানতে হবে, রুবাতে হবে। কুরআন যেহেতু আল্লাহর কথা, তাই প্রত্যেক মানুষের অধিকার রয়েছে এ কুরআনের অন্তর্নিহিত কথাগুলো জানার এবং বুঝার। এ জানা ও বুঝার বিষয়টি তাই অপরিহার্য। কুরআন লিপিবদ্ধ হয়েছে আরবের কুরাইশ বংশের ভাষায় (বুখারী—৪৬১৭)। এ ভাষা দুর্ভোদ্ধ না হলেও পৃথিবীর বেশিরভাগ মানুষের এ ভাষা আয়ত্বে নেই। সে কারণে কুরআনে মহান রব কি বলেছেন তা জানা ও বুঝার বিষয়টি কঠিন। কিন্তু মহান রবের কথাগুলো জানা জীবনের এক অপরিহার্য বিষয়। আর সে বিষয়টি মাথায় রেখেই আমাদের এ উদ্যোগ, ‘আল কুরআনের আয়াতভিত্তিক বাংলা অর্থ’।