'রাজপুত্র ইন্দ্রস্বর রাজ ক্ষমতায় অধিষ্ঠিত হলে, সমতট রাজ্য ধ্বংসের সম্মুখীন হবে।' এক ভয়ংকর ঘটনার প্রেক্ষিতে সমতট রাজ্যের প্রধান পুরোহিত এমন ভবিষ্যদ্বাণী করে বসলেন। রাজা চন্দ্রস্বর সেই ভবিষ্যদ্বাণী অনুসারে ইন্দ্রস্বরকে রেখে ছোট রাজপুত্র সত্যস্বরকে ক্ষমতায় বসানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু ইন্দ্রস্বর রাজা চন্দ্রস্বর আর পুরোহিতকে হত্যার মধ্য দিয়ে রাজ ক্ষমতায় আরোহণ করে বসলেন। ক্ষমতায় বসেই সূর্য দেবতার মূর্তিসহ রাজমন্দির ধ্বংস করে পূর্বের রাজধর্ম কে তার দরবারে নিষিদ্ধ করলেন। পুরোহিতের সকল ভবিষ্যতবাণী মিথ্যা প্রতিপন্ন করে সফলভাবে সমতট শাসন করতে লাগলেন আর সেই সাথে পূর্বের রাজ্যকে দ্বিগুন বর্ধিত করে উন্নতির চরম শিখরে পৌছে দিলেন। সব কিছু ঠিকঠাক চলছি, কিন্তু হঠাৎ করেই এক কঠিন দুঃসময় নেমে এলো সমতটে। যুদ্ধ বিগ্রহ, দূর্যোগ আর মহামারীর কড়াল গ্রাসে ক্রমাগত বিপর্যস্ত হয়ে উঠলো সমতট। রাজা ইন্দ্রস্বর একে একে তার পরিবার পরিজন হারাতে লাগলো। পঁচিশ বছর পর পুরোহিতের সেই ভভিষ্যতবাণী হঠাৎ করেই যেন জীবন্ত হয়ে উঠতে লাগলো। এক ভয়ংকর অতীত ইন্দ্রস্বরের সামনে এসে পুরোনো হিসেব নিকেশ মিটিয়ে নিতে শুরু করলো। রাজা ইন্দ্রস্বর কি পারবে নিজের সেই অতীত ইতিহাস মুছে দিয়ে নিজের বিশ্বাস আর রাজ্যকে রক্ষা করতে? নাকি সূর্য দেবতাই তার প্রতিশ্রুতি অনুযায়ী রাজমন্দিরে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করবে? #সমতট রাজা-রাজ্য - প্রাসাদ ষড়যন্ত্র, ভালোবাসা - বিদ্রোহ, বিশ্বাস - অবিশ্বাস আর উত্থান - পতনের গল্প।