অবতরণিকা বিশ্বের এডভেঞ্চার সাহিত্যে জুল ভার্ন এক স্মরণীয় ব্যাক্তিত্ব। তাঁর জন্ম হয়েছিল ১৮২৮ খ্রীষ্টাব্দে, ৮ই ফ্রেবুয়ারি তারিখে, তিনি পৃথিবীর আলো দেখেন ফ্রান্সের অন্তর্গত নানতেসে শহরে। ফ্রান্সের বিখ্যাত কলেজে আইন বিষয় পড়াশোনা করেছিলেন। সসম্মানে উত্তীর্ণ হয়ে ডিগ্রী লাভ করেন। কিন্তু আইন ব্যবসা তাঁর ভালো লাগত না। শেষ পর্যন্ত সাহিত্য রচনার প্রতি আকৃষ্ট হন। ১৮৬৭ সালে আমেরিকায় চলে যান। কল্পবিজ্ঞানকে আশ্রয় করে জুল ভার্নে যে সমস্ত উপন্যাস লিখেছেন তা পৃথিবীর সব দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তিনি প্রায় চল্লিশটির মত উপন্যাস রচনা করেন। এই উপন্যাসগুলি বিশ্বের নানা ভাষায় অনুদিত হয়েছে। ১৯০৫ খ্রীষ্টাব্দে ২৪শে মার্চ তারিখে জুল ভার্নের মৃত্যু হয়। জুল ভার্নের লেখা দুটি বিখ্যাত উপন্যাসের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ এই সংকলনে দেওয়া হল। একটি উপন্যাসের মাধ্যমে তিনি সমুদ্র তলদেশের রহস্য রোমাঞ্চের কথা গল্পের আকারে আমাদের সামনে তুলে ধরেছেন। তাঁর এই বিখ্যাত উপন্যাসটির নাম টোয়েনটি থাউজেন্ট লীগস আণ্ডার দ্য সী। আরেকটি উপন্যাসের মাধ্যমে তিনি বেলুনে চড়ে পৃথিবী প্রদক্ষিণের এক রোমহ্যোসক কাহিনী শুনিয়েছেন। এই উপন্যাসটির নাম এরায়ুণ্ড দা ওয়ার্ল্ড ইন এটি ডেস। বাংলার কিশোর পাঠক পাঠিকারা জুল ভার্নের এই রচনার সম্ভার পড়ে নিশ্চই তাঁর অন্যান্য লেখা পড়তে আগ্রহী হয়ে উঠবে। সম্পাদক এবং অনুবাদক হিসেবে এটাই হবে আমার সব থেকে বড় পুরস্কার