ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪) বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। কালজয়ী এ কবি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। কথাশিল্পী ও গীতিকবি হিসেবেও তিনি ছিলেন। অনবদ্য। কিন্তু তাঁর কবিখ্যাতির আড়ালে চাপা পড়েছে অন্যসব পরিচয়। দুঃখজনকভাবে সঙ্গীতের ক্ষেত্রে তাঁর অবদানটি তেমনভাবে আলােচিত হয়নি। বলা চলে, আড়ালেই থেকে গেছে। এ প্রসঙ্গে বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক মােহাম্মদ মাহফুজউল্লাহ লিখেছেন“রবীন্দ্রনাথ-নজরুলের মত সঙ্গীতজ্ঞ, সুরকার ও সঙ্গীত-স্রষ্টা না হয়েও বাংলা সাহিত্যে এবং আরাে প্রকৃতঅর্থে বাংলা কাব্যে, এমন অনেক কবি গীতিকার হিসেবে সাফল্যের পরিচয় দিয়েছেন- যারা মূলতঃ কবি এবং অসামান্য কবি। তেমন সৃজনধর্মী ও অসামান্য প্রতিভাধর কবিদের মধ্যে ফররুখ আহমদ অন্যতম- যিনি প্রচলিত অর্থে সঙ্গীতজ্ঞ বা সুরকার না হওয়া সত্ত্বেও, গীতিকার এবং গীতিকাব্য রচয়িতা হিসেবে স্মরণীয় সাফল্যের পরিচয় দিয়েছেন। অনস্বীকার্য যে, একজন অসামান্য প্রতিভাধর ও সৃজনশীল কবি হিসেবে ফররুখ আহমদের যে সাফল্য, খ্যাতি ও প্রতিষ্ঠা- তার তুলনায় একজন গীতিকার বা গীতিকাব্য রচয়িতা হিসাবে তাঁর খ্যাতি ও প্রতিষ্ঠা তেমন বিস্তৃত বা তুল্যমূল্য নয়। এর কারণ, রবীন্দ্রনাথ বা নজরুলের মতাে ফররুখ আহমদ সঙ্গীতজ্ঞ, সঙ্গীত শাস্ত্রবিদ, সুরকার ও সঙ্গীতস্রষ্টা ছিলেন।