আমাদের নবীজী(স) সম্পর্কে প্রত্যেকের জানা আবশ্যক। নবীজীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেনা। নবী মুহাম্মদ (স) আশরাফুল আম্ভিয়া ও খাতেমুন নাবিইন, শেষ নবী। যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হত না। সর্ব প্রথম আল্লাহ তায়ালার সৃষ্টির পরই নবী মুহাম্মদ (স) কে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। কিন্ত পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রাসূলের পর শেষ নবী করে। এই নবীর উম্মতের বেশি মর্যাদার কারনে মুসা (আ) আল্লাহর কাছে আবেদন করেছেন, আবেদন কবুল হয়নি। ইবরাহীম (আ) আবেদন করেছেন, কবুল হয়নি, তবে এটুকু কবুল হয়েছে আমরা নামাজে দরুদে ইবরাহীম পড়ি। ঈসা (আ)আবেদন করেছেন, কবুল হয়েছে, আল্লাহ তায়ালার কুদরতে ঈসা (আ)কে আল্লাহ তায়ালা আসমানে তুলে নিয়েছেন এবং এই শেষ জমানায় ঈসা (আ)কে আল্লাহ তায়ালা আমাদের নবী মুহাম্মদ (স) এর উম্মত করে পাঠাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আমাদেরকে শেষ নবীর উম্মতের মর্যাদা দিয়ে শেষ জামানায় পাঠিয়েছেন। আমরা নবীজী (স) এর শ্রেষ্ঠ উম্মত। তাই আমাদের নবী (স) এর জীবনী পাঠ করে তার আদর্শ মতো জীবন গঠন করলে আল্লাহ তায়ালা আমাদের উপর রাজী খুশি থাকবেন ও শেষ দিবসে জান্নাতে দাখিল করাবেন।