প্রথমে পরম করুণাময় আল্লাহ্র প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে, তিনি আমাকে অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানের প্রয়োগ ঘটাতে সাহায্য করেছেন। ইংরেজি ভাষায় Auxiliary Verbs এর ব্যবহার খুবই অপরিহার্য। একজন ছাত্র/ছাত্রীর ইংরেজি বাক্য গঠনে Auxiliary Verbs-এর প্রয়োগ ঘটাতে হরহামেশাই সমস্যায় পড়তে হয়। তাই স্কুল, কলেজ ও Advanced Level-এর ছাত্র-ছাত্রীদের Auxiliary Verbs-এর সমস্যা সমাধানে আমার অতি নগণ্য আংশিক প্রয়াস A Book of Auxiliary Verbs বইটি যদি সামান্যতম সহায়িকা রূপে ছাত্র-ছাত্রীদের নিকট গ্রহণযোগ্য হয় তবেই আমার সার্থকর্তা। আমি আমার লেখনিতে সহজ-সরল ও বোধগম্য ভাষার প্রয়োগ ঘটানোর চেষ্টা করেছি যাতে শিক্ষার্থীদেরকে ইংরেজি বাক্যের গঠন, পঠন, লেখন ও বোঝনে বইটি সহায়তা করে। বইটির মুদ্রণজনিত ভুল- ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনয় অনুরোধ রইল। পরবর্তী সংস্করণে Auxiliary Verbs-এর আরও বিস্তারিত বিশ্লেষণের প্রয়োগ ঘটানোর প্রয়াস থাকবে। ভবিষ্যতে বইটির মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিকট আরও গ্রহণযোগ্য করার লক্ষ্যে শ্রদ্ধাভাজন শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণের নিকট হতে সুচিন্তিত ও গঠনমূলক উপদেশ বা পরামর্শ প্রত্যাশা করছি। পরিশেষে যারা আমাকে এই বইটি লেখার ক্ষেত্রে মেধা, পরামর্শ ও বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল এবং যাদের জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস, তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।