জলছবি প্রকাশনের সাহিত্য ম্যাগাজিন জলছবি বাতায়ন। এটি ১১তম প্রকাশনা। এই ম্যাগাজিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে। প্রায় পঞ্চাশজন নবীন লেখকের লেখা রয়েছে ম্যাগাজিনটিতে। দীর্ঘ বিরতির পর অবশেষে প্রকাশিত হলো জলছবি বাতায়নের শ্রাবণ সংখ্যা-১৪২৮। এটি এগারোতম প্রকাশনা। জলছবি প্রকাশন ও আজ আগামী’র সম্পাদনা পরিষদের একান্ত আগ্রহে এই সংখ্যাটি লেখক-পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আপনারা নিশ্চয়ই জানেন, বর্তমান প্রেক্ষাপটে প্রিন্ট প্রকাশনা ব্যয়বহুল একটি উদ্যোগ। আমরা অন্যান্য গ্রুপের মতো লেখকদের টাকায় কখনোই এ ধরনের উদ্যোগ নিই না। তবে লেখকদের প্রতি অনুরোধ থাকে, যাদের লেখা প্রকাশিত হয়েছে, তারা যেন দু-একটি কপি কিনে আগামীতে আরো একটি সংকলন প্রকাশের পথ সুগম করে দেন। এই সংকলনে জলছবি বাতায়ন, জলছবি ফেসবুক গ্রুপ ও আজ আগামীতে প্রকাশিত সেরা লেখাগুলো সংকলিত হয়েছে। অনিচ্ছাকৃতভাবে যদি কারো লেখা বাদ পড়ে যায়, সে ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমরা ক্ষমা প্রার্থনা করছি। এ ব্যাপারে আগামীতে আরো সতর্ক থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। জলছবি বাতায়ন শ্রাবণ সংখ্যা-১৪২৮ প্রকাশিত হলো জলছবি প্রকাশন থেকে। জলছবি প্রকাশন আমাদের অন্যান্য অন্যলাইন গ্রুপ ও সাইটগুলোর অভিভাবকত্ব করে থাকে। আগামীতেও আমরা জলছবি বাতায়নের নিয়মিত প্রিন্ট প্রকাশনা পাঠকদের হাতে তুলে দিতে সচেষ্ট থাকব। জলছবি বাতায়নের পরবর্তী সংখ্যা নির্জনতার কবি জীবনানন্দ দাশকে নিয়ে প্রকাশিত হবে। এ ব্যাপারে যারা লেখালিখিতে আছেন এবং যারা জলছবি প্রকাশন, জলছবি বাতায়ন ও আজ আগামী’তে লিখছেন তাদের একান্ত সহযোগিতা কামনা করছি। নতুন লেখকদের জন্য লিটলম্যাগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে এ সত্য প্রমাণিত। হালে পরিচ্ছন্ন নির্ভুল ও সৃজনশীল খুব কম লিটলম্যাগ চোখে পড়ে। বিভিন্ন গ্রুপ ভিত্তিক লিটলম্যাগ প্রকাশিত হলেও সেগুলো দায়সারা ও অনভিজ্ঞতার ফসল। আমরা সব সময়ই সচেষ্ট থাকি নতুন লেখক ও পাঠকদের হাতে পরিচ্ছন্ন ও নির্ভুল একটি লিটল ম্যাগ তুলে দেওয়ার জন্য। আমরা আমাদের প্রচেষ্টায় কতটুকু স্বার্থক হলাম সে বিচারের ভার পাঠকের হাতে তুলে দিলাম। তবে অনুরোধ থাকবে, অনিচ্ছাকৃত ভুলত্রুটি ক্ষমাসুন্দর চোখে দেখবেন।
নাসির আহমেদ কাবুল, জন্ম : ৬ জানুয়ারি, ১৯৬০, জন্মস্থান : ব্যাংকপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর। বাবা : আনছার উদ্দিন আহমেদ, মা : পিয়ারা বেগম। আট ভাইবোনের মধ্যে নাসির আহমেদ কাবুল ভাইদের মধ্যে দ্বিতীয় ও সবার মধ্যে চতুর্থ। শিক্ষালাভ : মঠবাড়িয়া পাঠশালা, কেএম লতিফ ন্সটিটিউশন, সরকারি তিতুমীর কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা ভাষা ও সাহিত্য)। ১৯৭০-এ লেখালেখি শুরু। এ যাবত প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে : ভালো থেকো নন্দিতা (কবিতাগ্রন্থ), নন্দিতার অন্য আকাশ (উপন্যাস), একটি সুইসাইড নোট (উপন্যাস), কালো বিড়াল লাল চোখ (রহস্য গল্প), হলুদ বৃন্ত লাল গোলাপ (উপন্যাস) জনারণ্যে একাকী (কবিতাগ্রন্থ), এই বসন্তে তুমি ভালো থেকো (কবিতাগ্রন্থ), পাথর সময় (উপন্যাস), কৃষ্ণ তিথির চাঁদ (উপন্যাস), পাঁচ গেরিলার মুক্তিযুদ্ধ (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), দীপুর হাতের গ্রেনেড (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), অপারেশন রেসকিউ (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), অনিন্দ্য এবং একটি কুকুর (শিশু-কিশোর গল্পগ্রন্থ)। এ ছাড়াও বেশ কয়েকটি কবিতা ও গল্পগ্রন্থসহ কয়েকটি শিশুতোষ গ্রন্থ সম্পাদনা করেছেন তিনি। নাসির আহমেদ কাবুল বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। তিনি অনলাইন নিউজ পোর্টাল আজ আগামী ২৪ ডটকম (ধলধমধসর২৪.পড়স) –এর প্রধান সম্পাদক। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান জলছবি প্রকাশনের প্রকাশক তিনি।