প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
নাসির আহমেদ কাবুল
নাসির আহমেদ কাবুল, জন্ম : ৬ জানুয়ারি, ১৯৬০, জন্মস্থান : ব্যাংকপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর। বাবা : আনছার উদ্দিন আহমেদ, মা : পিয়ারা বেগম। আট ভাইবোনের মধ্যে নাসির আহমেদ কাবুল ভাইদের মধ্যে দ্বিতীয় ও সবার মধ্যে চতুর্থ। শিক্ষালাভ : মঠবাড়িয়া পাঠশালা, কেএম লতিফ ন্সটিটিউশন, সরকারি তিতুমীর কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা ভাষা ও সাহিত্য)। ১৯৭০-এ লেখালেখি শুরু। এ যাবত প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে : ভালো থেকো নন্দিতা (কবিতাগ্রন্থ), নন্দিতার অন্য আকাশ (উপন্যাস), একটি সুইসাইড নোট (উপন্যাস), কালো বিড়াল লাল চোখ (রহস্য গল্প), হলুদ বৃন্ত লাল গোলাপ (উপন্যাস) জনারণ্যে একাকী (কবিতাগ্রন্থ), এই বসন্তে তুমি ভালো থেকো (কবিতাগ্রন্থ), পাথর সময় (উপন্যাস), কৃষ্ণ তিথির চাঁদ (উপন্যাস), পাঁচ গেরিলার মুক্তিযুদ্ধ (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), দীপুর হাতের গ্রেনেড (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), অপারেশন রেসকিউ (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), অনিন্দ্য এবং একটি কুকুর (শিশু-কিশোর গল্পগ্রন্থ)। এ ছাড়াও বেশ কয়েকটি কবিতা ও গল্পগ্রন্থসহ কয়েকটি শিশুতোষ গ্রন্থ সম্পাদনা করেছেন তিনি। নাসির আহমেদ কাবুল বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। তিনি অনলাইন নিউজ পোর্টাল আজ আগামী ২৪ ডটকম (ধলধমধসর২৪.পড়স) –এর প্রধান সম্পাদক। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান জলছবি প্রকাশনের প্রকাশক তিনি।