‘জলাত্যয়ে জোনাক’ জলছবি প্রকাশনের ধারাবাহিক পঞ্চম যৌথ কাব্যগ্রন্থ। এ ধরনের কাব্যগ্রন্থ জলছবির ধারাবাহিক প্রয়াস; প্রতিবছর বইমেলায় এ ধরনের প্রকাশনা অব্যাহত থাকবে বলে আশা করছি। যৌথ প্রকাশনার উদ্দেশ্য হচ্ছে, বইটির বহুল প্রচার। অংশগ্রহণকারী কবিদের মাধ্যমে সর্বাধিক সংখ্যক বই পাঠকের কাছে পৌঁছে যাবেÑযৌথ কাব্যগ্রন্থ প্রকাশের এটাই মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কবিতাপ্রেমীদের কাছে কবিতা পৌঁছে দেয়া; আমরা সে লক্ষ্যে সফল হয়েছি বলা যায়। বইটিতে ২২ জন কবির লেখা ২১৮টি কবিতা স্থান পেয়েছে। কবিতা ছাড়াও কবির পরিচিতি রয়েছে বইটিতে। কাব্যগ্রন্থটিতে অংশগ্রহণকারী কবিদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই নবীন কবি। এ বইটি নবীন ও প্রতিষ্ঠিত কবিদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে আশা করছি। কবিরা এই গ্রন্থের কবিতায় প্রেম ও প্রকৃতিকে ধারণ করেছেন জোরালোভাবে; এ দেশের কবিতায় যা সচরাচর লক্ষ করা যায়। কবিরা সমাজেরই একজন, তারা বিচ্ছিন্ন কোনো দ্বীপের বাসিন্দা নন; তাই ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সমাজচিত্রও ফুটে উঠেছে তাদের কবিতায়। আছে দেশপ্রেম। সবকিছু মিলিয়ে কবিতার বিভিন্ন বিষয় সন্নিবেশিত হয়েছে কবিতাগুলোতে। ভুলত্রæটি স্বীকার করে জলাত্যয়ে জোনাক পাঠকের হাতে তুলে দিতে পেরে সত্যিই আনন্দিত; কারণ এই বইটিতে অংশগ্রহণকারী সিনিয়র কবিদের অনেকগুলো করে বই প্রকাশিত হলেও নবীনদের অনেকের এখনো একক কোনো বই প্রকাশিত হয়নি; এই বইটির মাধ্যমে তারা প্রকাশনার জগতে প্রবেশ করলেন। আশা করছি, তাদের এই পথচলা অব্যাহত থাকবে; তারা একদিন কবিতার জগতে স্বমহিমায় উজ্জ্বল হবেন। নাসির আহমেদ কাবুল সম্পাদক ও প্রকাশক
নাসির আহমেদ কাবুল, জন্ম : ৬ জানুয়ারি, ১৯৬০, জন্মস্থান : ব্যাংকপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর। বাবা : আনছার উদ্দিন আহমেদ, মা : পিয়ারা বেগম। আট ভাইবোনের মধ্যে নাসির আহমেদ কাবুল ভাইদের মধ্যে দ্বিতীয় ও সবার মধ্যে চতুর্থ। শিক্ষালাভ : মঠবাড়িয়া পাঠশালা, কেএম লতিফ ন্সটিটিউশন, সরকারি তিতুমীর কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা ভাষা ও সাহিত্য)। ১৯৭০-এ লেখালেখি শুরু। এ যাবত প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে : ভালো থেকো নন্দিতা (কবিতাগ্রন্থ), নন্দিতার অন্য আকাশ (উপন্যাস), একটি সুইসাইড নোট (উপন্যাস), কালো বিড়াল লাল চোখ (রহস্য গল্প), হলুদ বৃন্ত লাল গোলাপ (উপন্যাস) জনারণ্যে একাকী (কবিতাগ্রন্থ), এই বসন্তে তুমি ভালো থেকো (কবিতাগ্রন্থ), পাথর সময় (উপন্যাস), কৃষ্ণ তিথির চাঁদ (উপন্যাস), পাঁচ গেরিলার মুক্তিযুদ্ধ (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), দীপুর হাতের গ্রেনেড (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), অপারেশন রেসকিউ (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), অনিন্দ্য এবং একটি কুকুর (শিশু-কিশোর গল্পগ্রন্থ)। এ ছাড়াও বেশ কয়েকটি কবিতা ও গল্পগ্রন্থসহ কয়েকটি শিশুতোষ গ্রন্থ সম্পাদনা করেছেন তিনি। নাসির আহমেদ কাবুল বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। তিনি অনলাইন নিউজ পোর্টাল আজ আগামী ২৪ ডটকম (ধলধমধসর২৪.পড়স) –এর প্রধান সম্পাদক। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান জলছবি প্রকাশনের প্রকাশক তিনি।